স্পেনের সাবেক রাজা হুয়ান কার্লোসের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত শুরু হওয়ায় তিনি দেশ ছেড়েছেন। স্পেনের রাজপ্রাসাদ থেকে জানানো হয়েছে, কয়েক সপ্তাহ আগে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু হয়েছে।

সাবেক রাজা হুয়ান কার্লোস তার ছাড়ার সিদ্ধান্ত চিঠির মাধ্যমে ছেলে ফিলিপকে জানিয়েছেন। ছয় বছর আগে এই ছেলে ফিলিপের কাছে ক্ষমতা হস্তান্তর করেছিলেন তিনি। খবর বিবিসির

সাবেক এই রাজা জানিয়েছেন, তদন্তের জন্য যদি তার সাথে কথা বলার প্রয়োজন হয় তাহলে তার সাথে যোগাযোগ করা যাবে।

সৌদি আরবে রেল প্রকল্প নির্মাণের চুক্তিতে হুয়ান কার্লোস-এর বিরুদ্ধে জন্য জুন মাসে দুর্নীতি অভিযোগ তদন্ত করার নির্দেশ দিয়েছিল স্পেনের সুপ্রিম কোর্ট।

সাবেক এই রাজা এখন কোন দেশে থাকবেন তা এখনো পরিষ্কার নয়। তবে স্পেনের কিছু সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, কার্লোস এই মুহূর্তে দেশে নেই।