যুক্তরাষ্ট্রের ক্যারোলাইনার উপকূলবর্তী এলাকায় আঘাত হেনেছে হারিকেন আইসায়াস। মঙ্গলবার ঝড়টি ঘণ্টায় ১৪০ কিলোমিটার বেগে উত্তর ক্যারোলাইনার উইলমিংটন ও দক্ষিণ ক্যারোলাইনার মার্টল সৈকতের ওপর দিয়ে বয়ে যাচ্ছে। 

ঝড়ের সঙ্গে প্রবল বৃষ্টিপাত হচ্ছে। তাই ভূমিধস ও বন্যার আশংকা করছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি)। সংস্থাটি প্রতি মুহূর্তে টুইটার বার্তায় ঝড়ের তথ্য দিচ্ছে। আগের দিন ক্যারিবিয়ায় এ ঝড়ে দুই জনের প্রাণহানি ঘটেছে। খবর বিবিসি ও সিএনএনের। 

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার জানায়, ঝড়টি স্থানীয় সময় মঙ্গলবার ভোরে নর্থ ক্যারোলাইরানার দক্ষিণাঞ্চলে আছড়ে পড়ে। নতুন করে শক্তি অর্জন করার পর এটি এখন ঘণ্টায় ১৪০ কিলোমিটার বাতাসের বেগ নিয়ে অগ্রসর হচ্ছে।

ক্যারিবীয় দ্বীপপুঞ্জে আঘাত হেনে দুইজনের প্রাণ কেড়ে নেওয়ার পর আইসায়াস একটি ক্রান্তীয় ঝড়ে পরিণত হয়েছিল। এরপরই শক্তি অর্জন করে ক্যারোলাইনা উপকূলে আঘাত হানে। ঝড়টির কারণে প্রবল বৃষ্টিপাত হচ্ছে। 

এনএইচসি আশঙ্কা করছে, বৃষ্টির কারণে উত্তর ও দক্ষিণ ক্যারোলাইনার পূর্বাঞ্চলের নদীর পানি বেড়ে কোনো কোনো এলাকায় বন্যা দেখা দিতে পারে। নর্থ ক্যারোলাইনার কর্মকর্তারা ‘উপকূলরেখার কিছু অংশ ও সংলগ্ন নৌপথে প্রাণ-সংহারী ঝড়, জলোচ্ছ্বাস ও ভূমিধসের’ ব্যাপারে সতর্ক করেছেন। 

হারিকেন মোকাবেলার পাশাপাশি বিভিন্ন অঙ্গরাজ্যের কর্মকর্তাদের এখন সামাজিক দূরত্বের নির্দেশনার সঙ্গে সামঞ্জস্য রেখে আশ্রয়কেন্দ্র খোলার ব্যাপারেও হিমশিম খেতে হচ্ছে।

উত্তর ক্যারোলাইনার গভর্নর রয় কুপার এরইমধ্যে রাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। তিনি ঝড় আঘাত হানার আগেই সোমবার এক সংবাদ সম্মেলনে করোনার মধ্যে আসা এ ঝড়ের মধ্যে সবাইকে নিরাপদ ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।