- আন্তর্জাতিক
- নিজেদের অখণ্ডতা ও সার্বভৌমত্বের প্রশ্নে আপস করবে না ভারত, চীনকে কড়া বার্তা
নিজেদের অখণ্ডতা ও সার্বভৌমত্বের প্রশ্নে আপস করবে না ভারত, চীনকে কড়া বার্তা

ফাইল ছবি
গালওয়ান ও আরও কয়েকটি এলাকা থেকে সেনা সরিয়ে নিলেও এখনও বেশ কিছু জায়গায় নিজেদের সেনাবস্থান অপরিবর্তিত রেখেছে চীন৷ বিষয়টা মোটেই ভাল চোখে দেখছে না ভারত। দুই দেশের মধ্যে পঞ্চম পর্বের সেনাবার্তায় সোমবার তারা জানিয়েছে, প্যাংগং লেক আর পূর্ব লাদাখের বিভিন্ন ক্ষেত্র থেকে অত্যন্ত দ্রুততার সঙ্গে সেনা পিছিয়ে নেওয়ার কাজ যেন শুরু হয়৷ ওই দিন দুই দেশের জ্যেষ্ঠ সেনা কর্মকর্তাদের বৈঠকে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর সেনা মোতায়েনের মতো বিষয় নিয়ে সমাধান বের করার বিষয়ে জোর দেওয়া হয়৷ খবর নিউজ এইটিনের।
ভারতীয় কর্মকর্তারা বলেছেন, দুই পক্ষের সম্পর্ক ঠিক রাখার জন্য পূর্ব লাদাখ সেক্টরে সীমান্তে সেনা কীভাবে মোতায়েন হবে তা খুবই গুরুত্বপূর্ণ৷ চীনা সেনাবাহিনীকে নিজেদের সীমান্তের শেষ বিন্দু অবধি পিছিয়ে নিয়ে যেতে হবে৷ ভারতের সেনাবাহিনী কোনও অবস্থাতেই নিজের দেশের এক বিন্দু জমিও ছাড়বে না৷
গালওয়ান ও আরও কয়েকটি এলাকা থেকে চীন সেনা সরালেও এখনও বেশ কিছু জায়গায় নিজেদের সেনাদের অবস্থান অপরিবর্তিত রেখেছে৷ প্যাংগং, ফিঙ্গরসহ কয়েকটি জায়গায় নিজেদের শক্তিবৃদ্ধি করছে তারা৷ গোগরা থেকেও এখনো নিজেদের সেনা পুরোপুরি ফিরিয়ে নেয়নি৷
ভারতের সেনা প্রধান জেনারেল এম এম নরবনে সোমবার সকালে এই বিষয়টি নিয়ে বিস্তৃতভাবে জানিয়েছেন। রাষ্ট্রীয় সুরক্ষা বিষয়ক পরামর্শদাতা অজিত ডোভাল আর পরাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের মধ্যেও বৈঠক হয়৷ সীমান্ত সমস্যা, সেনা মোতায়েন, নয়া রণনীতি স্থির করার মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়৷
মন্তব্য করুন