- আন্তর্জাতিক
- এইচ-ওয়ানবি ভিসার সুবিধা নিয়ে বিদেশিদের নিয়োগ না করার নির্দেশে স্বাক্ষর করলেন ট্রাম্প
এইচ-ওয়ানবি ভিসার সুবিধা নিয়ে বিদেশিদের নিয়োগ না করার নির্দেশে স্বাক্ষর করলেন ট্রাম্প

ফাইল ছবি
যুক্তরাষ্ট্রের নিয়োগকারী সংস্থাগুলো যাতে চাইলেই যখন তখন বিদেশি কর্মীদের নিজের সংস্থায় নিয়োগ করতে না পারে, সে জন্য এইচ-ওয়ানবি ভিসার মারফত নিয়োগে নিষেধাজ্ঞা জারি করে নতুন নির্দেশে স্বাক্ষর করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
গত ২৩ জুন ট্রাম্প প্রশাসন অবশ্য চলতি বছরের শেষ পর্যন্ত এই ভিসা স্থগিত করার কথা ঘোষণা করে। এই বছরটি হলো যুক্তরাষ্ট্রের নির্বাচনী বছর। তাই বিদেশি কর্মীদের নিজের দেশে কাজের বাজার দখল থেকে বিরত রেখে মূলত ভোটারদের মন জয় করতে চাইছেন ট্রাম্প।
ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় ওপরের দিকে রয়েছে ভারত ও চীন। যুক্তরাষ্ট্রের প্রযুক্তি সংস্থাগুলো ভারত ও চীনের মতো দেশগুলো থেকে প্রতি বছর কয়েক হাজার কর্মচারী নিয়োগের জন্য এই ভিসার ওপরই নির্ভর করে।
ট্রাম্প ফেডারেল সংস্থাগুলোতে এইচ-ওয়ানবি ভিসাধারীদের নিয়োগের বিরুদ্ধে নতুন নির্দেশে স্বাক্ষর করার আগে হোয়াইট হাউসের ওভাল কার্যালয় থেকে সাংবাদিকদের উদ্দেশে বলেন, যুক্তরাষ্ট্রের নাগরিকরা যাতে নিজেদের দেশে ভালোভাবে বাস করতে পারেন তা নিশ্চিত করার জন্য আমি এই নির্দেশনামায় স্বাক্ষর করছি।
বিদেশ থেকে সস্তায় কর্মী নিয়ে এসে প্রকারান্তরে যুক্তরাষ্ট্রের নাগরিকদের কাজের বাজার খারাপ করতে তার প্রশাসন আর দেবে না বলে পরিষ্কার জানিয়ে দেন তিনি।
হোয়াইট হাউসের মতে, ট্রাম্পের এই পদক্ষেপ নিয়োগকর্তাদের এইচ-ওয়ানবি ভিসার অপব্যবহার রুখবে। নিজের দেশের যোগ্য কর্মীদের বদলে বিদেশ থেকে সস্তায় কর্মী নিয়ে আসার জন্য মোটেই এই ভিসার অনুমোদন করা হয়নি।
ট্রাম্প একথাও জানিয়েছেন, তিনি খুব শিগগির ইমিগ্রেশন বিল নিয়ে ভাবনাচিন্তা করবেন। তিনি বলেন, এই ইমিগ্রেশন পুরোপুরি যোগ্যতার ভিত্তিতে হবে। ফলে এটা যে কোনও শ্রমিকের জন্যই দুর্দান্ত সুযোগ হবে। যারা আমাদের দেশে এসে কাজ করতে চায়, তাদের জন্যও। তবে যুক্তরাষ্ট্রে আইনিভাবে থাকতে হবে এবং দেশকে ভালবাসতে হবে। সূত্র: এনডিটিভি
মন্তব্য করুন