- আন্তর্জাতিক
- ম্যানহোলের পাশে টানা ৭ ঘণ্টা দাঁড়িয়ে সতর্ক করলেন তিনি
ম্যানহোলের পাশে টানা ৭ ঘণ্টা দাঁড়িয়ে সতর্ক করলেন তিনি

চার দশকের মধ্যে ভারতের মুম্বাইতে সেদিন সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছিল। বৃষ্টির পানিতে নগরের বিভিন্ন রাস্তায় তৈরি হয়েছিল জলাবদ্ধতা। ম্যানহোল, গর্ত, খানা-খন্দ সবই চলে গেছিল পানির তলায়। এ পরিস্থিতিতে দুর্ঘটনার হাত থেকে মানুষজনকে, যানবাহনকে বাঁচাতে বৃষ্টির মধ্যে খোলা ম্যানহোলের পাশে টানা ৭ ঘণ্টা দাঁড়িয়ে থেকে সতর্ক করেছেন এক নারী। খবর এনডিটিভির।
৫০ বছর বয়সী ওই নারীর নাম কান্তা মুর্তি কালান। তিনি একজন ফুলবিক্রেতা। আট সন্তানের জননী কান্তা জানান, তার পাঁচ সন্তান বিবাহিত। স্বামী পক্ষাঘাতগ্রস্ত হওয়ায় ফুল বিক্রি করে তিনি অন্য ছেলেমেয়েদের পড়াশোনার খরচ চালান।
বৃষ্টির মধ্যে ম্যানহোলের কাছে টানা ৭ ঘণ্টা দাঁড়িয়ে থাকা কান্তা মুর্তির সেই ভিডিও এরই মধ্যে ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। কান্তা জানান, নিজেকে ঝুঁকির মধ্যে ফেলে এভাবে রাস্তায় দাঁড়িয়ে থাকায় নগর কর্তৃপক্ষ এরই মধ্যে তাকে বকাবকি করেছে।
কান্তা জানান, বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টির পর তিনি ম্যানহোলটি খুলে রাস্তার সব পানি সরানোর চেষ্টা করেন। এরপর রাস্তায় দাঁড়িয়ে থেকে সব যানবাহনকে ম্যানহোলের অস্তিত্ব জানিয়ে সতর্ক করেন। পরে বিএমসির (বৃহন্নুম্বাই পৌর কর্পোরেশন) কর্মকর্তারা এসে তাকে বকাঝকা করেন।
কান্তার কাজের প্রশংসা করে অনেকেই তাকে সাধুবাদ জানালেও কান্তা এটাকে তার দায়িত্ব হিসেবে দেখেছেন। তার ভাষায়, এমন পরিস্থিতিতে যেটা করা উচিত তাই তিনি করেছেন। তা না হলে লোকজন দুর্ঘটনায় পড়তো।
গত ৪ আগস্ট ভারতের মুম্বাই, থান, পালঘর, রায়গড়, রত্নগিরি, সিন্ধুদুর্গ এবং উপকূলীয় এলাকা যেমন -কোলাপুর, সাতারা ও সাঙ্গলির বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টিপাতের কারণে জনজীবন চরম বিপর্যস্ত হয়। বৃষ্টিপাতের কারণে সেখানে ব্যাপক বন্যা এবং ভূমিধস দেখা দেয়।
মন্তব্য করুন