- আন্তর্জাতিক
- 'কামালাকে রানিং মেট করা বাইডেনের সাহসী সিদ্ধান্ত'
'কামালাকে রানিং মেট করা বাইডেনের সাহসী সিদ্ধান্ত'

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক বারাক ওবামার সঙ্গে কামালা
কামালা হ্যারিসকে রানিং মেট ঘোষণার পর প্রশংসায় ভাসছেন ডেমোক্রেটিক দলীয় প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন। এবার প্রশংসাকারীদের দলে শামিল হলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি বলেন, এই সিদ্ধান্ত ঐতিহাসিক ও সুচিন্তিত।
জ্যামাইকান বাবা ও ভারতীয় মায়ের সন্তান কামালা বর্তমানে যুক্তরাষ্ট্র কংগ্রেসের একজন সিনেটর। বারাক ওবামা মঙ্গলবার এক বিবৃতিতে বলেন, একজন প্রেসিডেন্ট প্রার্থীর জন্য সবচেয়ে প্রথম গুরুত্বপূর্ণ কাজ হলো নিজের জন্য একজন যোগ্য রানিং মেট বেছে নেয়া। আপনি যখন ওভাল হাউসে যাবেন, সারা দেশের মানুষের রুটি রুজি ও ভাগ্য নিয়ে কাজ করবেন, তখন এমন কাউকে পাশে দরকার যিনি সঠিক সিদ্ধান্ত নেয়ার ব্যাপারে আপনাকে সহায়তা করতে পারবেন। খবর এনডিটিভির
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দুইবার দায়িত্বপালনকারী ওবামা তার বিবৃতি বলেন, কামালা ভাইস প্রেসিডেন্ট দারুণ যোগ্যতার পরিচয় দিতে সক্ষম হবেন। ওবামা দীর্ঘদিন ধরে কামালাকে চেনেন। তার বিশ্বাস, কামালা তার কাজের চেয়ে অনেক বেশি যোগ্যতা রাখেন। যুক্তরাষ্ট্রের সংবিধান সম্পর্কে তার সম্যক ধারণা রয়েছে। জনগণের জন্য তার ভালবাসা ও কর্মের কথাও উল্লেখ করেন তিনি। কামালা হলেন প্রথম কৃষ্ণাঙ্গ তথা অশ্বেতাঙ্গ নারী যিনি ডেমোক্রেটিক দলের মতো বড় একটি দলের কাছ থেকে ভাইস প্রেসিডেন্ট হিসেবে মনোনয়ন পেলেন। তিনিই প্রথম দক্ষিণ এশিয়ান নারীও। তিনি ক্যালিফোর্নিয়া থেকে নির্বাচিত সিনেটরও। এর আগে তিনি ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল এবং স্যান ফ্রান্সিস্কোর ডিস্ট্রিক্ট অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করেছিলেন।
এদিকে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও ২০১৬ সালে প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটন বলেন, আমি এই সংবাদে খুশি। তিনি এরই মধ্যে জনগণের সেবক হিসেবে নিজেকে তৈরি করে নিয়েছেন। বাইডেনের তিনি একজন শক্তিশালী সঙ্গীই হবেন।
মন্তব্য করুন