যুক্তরাষ্ট্রের ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টি মনোনীত প্রার্থী জো বাইডেন তার রানিং মেট হিসেবে বেছে নিয়েছেন ভারতীয় বংশোদ্ভূত সিনেটর কামালা হ্যারিসকে। কামালাই প্রথম অশ্বেতাঙ্গ নারী যিনি, এই বিরল সুযোগ পেলেন। তার এই সাফল্যে উচ্ছ্বসিত কামালার বোন মায়া হ্যারিসও। 

টুইটারে এক ভিডিও বার্তায় তিনি বলেন, এই সাফল্য অনেক গৌরবের। আর এটা সম্ভব হয়েছে আমাদের মায়ের কারণে। আমাদের সব অর্জনের মূল প্রেরণা মায়ের কাছ থেকেই পাওয়া। খবর এনডিটিভির 

জ্যামাইকান ও ইন্ডিয়ান দম্পতির কন্যা ৫৫ বছর বয়সী কামালা হ্যারিস যুক্তরাষ্ট্র কংগ্রেসের একজন সিনেটর। এদিক থেকে তিনি হলেন দ্বিতীয় অশ্বেতাঙ্গ নারী। আর যুক্তরাষ্ট্রের ইতিহাসে ভাইস প্রেসিডেন্ট হিসেবে প্রতিদ্বন্দ্বিতাকারী চতুর্থ নারী। কয়েক বছর ধরে কামালা হ্যারিস ক্যালিফোর্নিয়ার সিনেটর হিসেবে দায়িত্ব পালন করছেন। বোন মায়া হ্যারিস কামালার অনেকগুলো ছবি কোলাজ করেছেন। সেখানে একটি বক্তৃতায় কামালা বলেছেন, কীভাবে তাদের মায়ের কাছ থেকে তারা অনুপ্রাণিত হয়েছেন। তাদের মা ভারতের চেন্নাইয়ের একজন নারী, যিনি যুক্তরাষ্ট্রে যান বিজ্ঞান বিষয়ে উচ্চশিক্ষার উদ্দেশে। ডেমোক্রেটিক নমিনেশন পেতে নিজের প্রচারণায় কামালা বারবার যুক্তরাষ্ট্রের জাতিগত বৈচিত্র্যের কথা বলেন। সেখানে তিনি ডেমোক্রেটিক পার্টি যুক্তরাষ্ট্রের সংখ্যালঘু জনগোষ্ঠীর অধিকার আদায়ের লড়াইয়ে ভূমিকা রাখবে বলেও ইঙ্গিত দেন। 

এর আগে জো বাইডেন বলেন, সব চেয়ে বড় খবর হলো, ‘আমি কামালা হ্যারিসকে আমার রানিং মেট হিসেবে বেছে নিয়েছি। আমরা অবশ্যই সবাই মিলে ট্রাম্পকে পরাজিত করতে যাচ্ছি।’ সমর্থকদের উদ্দেশে পাঠানো ই-মেইলে তিনি এসব কথা লেখেন। সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাসহ অনেক বন্ধুর সাথে ব্যাপক আলোচনার পরে বাইডেন তার রানিং মেট হিসেবে বেছে নিয়েছেন কামালাকে।