- আন্তর্জাতিক
- কাশ্মীরে কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছে লাসিপুরা শিল্পাঞ্চল
কাশ্মীরে কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছে লাসিপুরা শিল্পাঞ্চল

বছরখানেক আগেও যেখানে একটি ঘাসও গজায়নি, কাশ্মীরের পুলওয়ামার লাসিপুরায় সেই জমিই এখন জাগিয়েছে সম্ভাবনা। হতে চলছে কর্মসংস্থানের নতুন কেন্দ্রভূমি। ভারতের স্টেট ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন (এসআইডিসিও) সেখানে গড়ে তুলেছে শিল্পাঞ্চল। এই শিল্পাঞ্চল স্থানীয় তরুণ প্রজন্মকে উদ্যোক্তা হিসেবে নিজেদের গড়ে তোলার সুযোগ দেওয়া হচ্ছে। খবর এএনআইয়ের
ভারতের কেন্দ্রীয় সরকার ২০১৯ সালে স্বায়ত্তশাসিত রাজ্য হিসেবে সংবিধানের ৩৭০ ধারায় থাকা জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে নেয়। এরপরই রাজ্যটিতে নানা উন্নয়নের উদ্যোগ নেওয়ার ঘোষণা দেয়। তারই অংশ হিসেবে কাশ্মীরের পুলওয়ামা জেলার লাসিপুরায় ৩ বর্গ কিলোমিটার এলাকাজুড়ে গড়ে তোলা হয়েছে শিল্পাঞ্চল। এ শিল্পাঞ্চলে জায়গা পেয়েছে ৩২৯টির বেশি শিল্প প্রতিষ্ঠান। প্লাইউড, প্যাকেজিং, পলিমার থেকে শুরু করে দুগ্ধজাত পণ্যের কারখানাও জায়গা পেয়েছে এই লাসিপুরা শিল্পাঞ্চলে।
লাসিপুরা শিল্পাঞ্চলের জমজম দুগ্ধ উৎপাদন কারখানার জেনারেল ম্যানেজার বলেন, তারা সরকারের কাছে এ অঞ্চলে এমন উদ্যোগ গ্রহণের জন্য কৃতজ্ঞ। সরকারের সদিচ্ছার কারণেই তাদের মতো এতো ছোট একটি কোম্পানি একছাদের নিচে সব কার্যক্রম চালাতে পারছে।
তিনি জানান, জমজম দুধ উৎপাদন কোম্পানিতে ৪০ জন কাজ করছেন। আর রাজ্যের এক হাজারের বেশি খামারি তাদের দুধ সরবরাহ করেন। দুধ সংগ্রহ, পরীক্ষা, প্যাকেজিং, সংরক্ষণ ও বিতরণ একই জায়গায় হচ্ছে। তাদের কোম্পানিতে ছেলে-মেয়ে উভয়ই কাজ করছে।
মন্তব্য করুন