- আন্তর্জাতিক
- ‘বৈরুত বিস্ফোরণের পেছনে ইসরায়েল’
‘বৈরুত বিস্ফোরণের পেছনে ইসরায়েল’

বৈরুতে বিস্ফোরণকে সরাসরি নাশকতা না বললেও লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউন এর সম্ভাবনাক একেবারে উড়িয়ে দেননি। তবে লেবাননের একজন প্রভাবশালী এমপি একে নাশকতা হিসেবে উল্লেখ করে এর পেছনে ইসরায়েলের হাত রয়েছে বলে অভিযোগ করেছেন।
এক সংবাদ সম্মেলনে দেশটির সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বর্তমান এমপি নোহাদ মাচনৌক এ অভিযোগ করেন। খবর মিডলইস্ট মনিটরের। লেবাননের রাজধানী বৈরুতে গত সপ্তাহের ওই ভয়াবহ বিস্ফোরণে ২০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন প্রায় ৬ হাজার মানুষ। প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী নোহাদ মাচনৌক বলেন, ইসরায়েল এতে অংশ নিয়েছে। এটা স্পষ্টত মানবতার বিরুদ্ধে অপরাধ এবং এজন্য কেউই এটার দায় নিতে সাহস পাচ্ছে না। সংবাদ সম্মেলনে হিজবুল্লাহকেও এক হাত নিয়েছেন মাচনৌক। ২০১৪ থেকে ২০১৬ সাল পর্যন্ত লেবাননের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন মাচনৌক। তিনি সাবেক প্রধানমন্ত্রী সাদ হারিরির ফিউচার মুভমেন্টের একজন সদস্য ছিলেন। সুন্নিপন্থি এই দলটি দেশটিতে হিজবুল্লাহ মুভমেন্ট বিরোধী হিসেবে পরিচিত। এর আগে বিস্ফোরণের পর এক মন্তব্যে মানচৌক বলেছিলেন, ফিনিশীয় যুগের পর এই প্রথম বৈরুত বন্দরবিহীন হয়ে পড়ল।
এই বিস্ফোরণ নাশকতা হতে পারে এমন সম্ভাবনা উড়িয়ে দেননি লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউনও। তবে তিনি এজন্য ইসরায়েলকে দায়ী করেননি। এদিকে ইসরায়েলি কর্মকর্তারা বলেছেন, এই বিস্ফোরণের সঙ্গে তাদের কোনও সম্পৃক্ততা নেই।
মন্তব্য করুন