- আন্তর্জাতিক
- ভারতে ফেসবুক নিয়ন্ত্রণ করে বিজেপি: রাহুল গান্ধী
ভারতে ফেসবুক নিয়ন্ত্রণ করে বিজেপি: রাহুল গান্ধী
ফেসবুক ইস্যুতে ভারতের শাসক দল বিজেপিকে তীব্র আক্রমণ করেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। একটি বিদেশি প্রকাশনা সংস্থার একটি লেখায় এমন অভিযোগ করা হয় যে, ফেসবুকের মাধ্যমে বিদ্বেষ ছড়াচ্ছেন বিজেপির নেতারা। আর এই লেখাকেই হাতিয়ার করেছে বিরোধী দল কংগ্রেস। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেশবাসীকে প্রভাবিত করার চেষ্টা করছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি), কংগ্রেসের পক্ষ থেকে আনা হয়েছে এমন অভিযোগও।
যদিও কংগ্রেসের এই আক্রমণের জবাবে পাল্টা ওই দলের দিকেই আঙুল তুলেছে বিজেপি। কেন্দ্রের শাসক দলটি কেমব্রিজ অ্যানালিটিকা ডেটা কেলেঙ্কারির উল্লেখ করে বলেছে যে, কংগ্রেসের অন্তত অন্যের দিকে দোষারোপের আঙুল তোলা উচিত নয়। খবর এনডিটিভির
ওয়াল স্ট্রিট জার্নাল নামে একটি মার্কিন পত্রিকায় বিজেপিকে কাঠগড়ায় দাঁড় করানো হয়। ওই পত্রিকায় প্রকাশিত একটি নিবন্ধে বলা হয় যে শাসক দল বিজেপির নেতা ও কর্মীদের বিদ্বেষমূলক বক্তব্য এবং আপত্তিজনক বিষয়বস্তু প্রচার করার জন্য ফেসবুককে ব্যবহার করা হচ্ছে।
ওই জার্নালে আরও জানানো হয়েছে যে, ওই সোশ্যাল মিডিয়া জায়ান্টের একজন কর্মকর্তা এমন ইঙ্গিতও দিয়েছেন যে, বিজেপি কর্মীদের বিরুদ্ধে যদি এর জন্য তাদের তরফ থেকে কোনো রকম পদক্ষেপ নেওয়া হয় তাহলে ভারতে তাদের সংস্থার ব্যবসার ক্ষতি করা হবে। মার্কিন ওই জার্নালে বর্তমান এবং প্রাক্তন বিজেপি কর্মীদের নানা বিদ্বেষমূলক মন্তব্য তুলে ধরে দেখানো হয়েছে, কীভাবে বিজেপির প্রতি ফেসবুকের পক্ষপাতিত্বের আচরণ রয়েছে।
করোনা পরিস্থিতি সামলাতে বা লাদাখ ইস্যু নিয়ন্ত্রণ করতে ব্যর্থ কেন্দ্রীয় সরকার, এই বলে এতদিন কেন্দ্রকে বিঁধছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এবার তিনি এই জার্নালে প্রকাশিত নিবন্ধকেই হাতিয়ার করেছেন। এ বিষয়ে বিজেপিকে লক্ষ্য করে তিনি টুইট করেন। টুইটে রাহুল লেখেন, ভারতে ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ নিয়ন্ত্রণ করে বিজেপি ও আরএসএস।
প্রবীণ কংগ্রেস নেতা শশী থারুরও এই বিষয়টি নিয়ে কেন্দ্রের শাসকদলের নিন্দা করেছেন। সংসদের তথ্যপ্রযুক্তি সংক্রান্ত স্থায়ী কমিটি অবশ্যই এই প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে ভারতে বিদ্বেষমূলক বক্তব্য ছড়িয়ে দেওয়া সম্পর্কে ফেসবুকের কথা শুনতে চাইবে।
তবে যখনই কংগ্রেস বিজেপির দিকে অভিযোগের আঙুল তুলেছে ঠিক সেই সময়ই পাল্টা তাদের চাপে রাখতে কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ প্রায় বছর তিনেকের পুরনো কেমব্রিজ অ্যানালিটিকা ইস্যুর কথা তুলে ধরে বিরোধী দলের বিরুদ্ধে টুইট করেন।
মন্তব্য করুন