পদত্যাগ করেছেন কানাডার অর্থমন্ত্রী বিল মোর্নিয়াও। সোমবার কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে বৈঠকের পর সংবাদ সম্মেলনে তিনি পদত্যাগের ঘোষণা দেন।

সম্প্রতি দেশটির উই চ্যারিটিতে ভ্রমণ ব্যয় পরিশোধ করেননি বলে তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে। সংস্থাটির কাজ দেখতে বিদেশে সফরের সময় যে ব্যয় হয়েছিল তা তিনি পরিশোধ না করার পর থেকেই চাপে ছিলেন।

বিল মোর্নিয়াও বলেন, সম্প্রতি বুঝতে পেরেছি, আমি ৪১ হাজার ডলার পরিশোধ করিনি।

এদিকে, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং তার পরিবারও উই চ্যারিটিতে নিজেদের সম্পৃক্ততার কারণে চাপের মুখে রয়েছেন।

সংবাদ সম্মেলনে বিল মোর্নিয়াও বলেন, আমি প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে সাক্ষাৎ করেছি। আগামী নির্বাচনে আমার ফের অংশ নেওয়ার কোনো পরিকল্পনা নেই বলে তাকে জানিয়েছি। 

তবে উই চ্যারিটির ভ্রমণ ব্যয় পরিশোধ না করার অভিযোগের কারণে পদত্যাগ করছেন না বলেও জানিয়েছেন বিল মোর্নিয়াও।