- আন্তর্জাতিক
- এক হতে যাচ্ছে পাকিস্তানি তালেবানের ভগ্নাংশ গ্রুপগুলো
এক হতে যাচ্ছে পাকিস্তানি তালেবানের ভগ্নাংশ গ্রুপগুলো

পাকিস্তানি তালেবানের দুটি অংশ একত্র হয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। দেশের সশস্ত্র গ্রুপগুলো বিরুদ্ধে অভিযানে সেনাবাহিনী নিজেদের সাফল্য দাবি করার পরদিনই এমন ঘোষণা এল অন্যতম সশস্ত্র গোষ্ঠী তালেবানের কাছ থেকে। খবর আল জাজিরার
পাকিস্তানে সরকার উৎখাতের লক্ষ্যে তেহরিক-ই-তালিবান পাকিস্তান নামক সংগঠনের মাধ্যমে দীর্ঘদিন ধরে সশস্ত্র হামলা চলে আসছে। এক পর্যায়ে সংগঠনটি বহুধাবিভক্ত হয়ে পড়ে। যুক্তরাষ্ট্রের কাছ থেকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে চিহ্নিত হওয়া টিটিপি সাম্প্রতিক বছরগুলোতে অনেকটা দুর্বল হয়ে পড়ে। বিশেষ করে পাকিস্তান-আফগানিস্তান সীমান্তের উভয় দিক থেকে যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় তাদের ঊধ্বর্তন কিছু নেতা নিহত হওয়ার পর সংগঠনটি প্রায় নিষ্ক্রিয় হয়ে পড়ে। সদস্যদের কিছু অংশ আফগানিস্তানে আশ্রয় নেয়। কেউ কেউ পাকিস্তানের দুর্গম প্রত্যন্ত অঞ্চলগুলোতে আত্মগোপন করে।
দুটি গ্রুপের ফের একীভূত হওয়ার ঘোষণায় তেহরিক-ই-তালিবান পাকিস্তান তাদের স্বাগত জানায়। এক বিবৃতি বলা হয়, সবগুলো ভগ্নাংশ একত্রিত হয়ে যেন একক শক্তিতে পরিণত হয়।
এক হতে চাওয়া জামাত-উল-আহরার (জুয়া) এবং হিজব-উল-আহরার (হুয়া) নামের দুটি ভগ্নাংশ পাকিস্তানি নিরাপত্তা রক্ষীদের ওপর হামলা চালিয়ে বেশ কিছু সাফল্য পেয়েছে বলে দাবি করেছে টিটিপি। তাদের সঙ্গে বেশ কিছু আত্মঘাতী বোমারু সদস্যও রয়েছে বলেও জানায় তারা।
এক সপ্তাহ আগে পাকিস্তানি সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল বাবর ইফতিখার জানান, সশস্ত্র তালেবানের বিরুদ্ধে সেনা অভিযানগুলো খুব ফলপ্রসূ হয়েছে। ২০১৭ সালে শুরু হওয়া ওই অভিযানে ১৮ হাজারেরও বেশি তালেবান সন্ত্রাসী নিহত ও ৪০০ টন বিস্ফোরক উদ্ধার করা হয়েছে বলে দাবি করেন তিনি।
মন্তব্য করুন