- আন্তর্জাতিক
- হারিরি হত্যায় দোষী সাব্যস্ত এক হেজবুল্লাহ সদস্য
হারিরি হত্যায় দোষী সাব্যস্ত এক হেজবুল্লাহ সদস্য

লেবাননের সাবেক প্রধানমন্ত্রী রফিক হারিরি হত্যায় দোষী সাব্যস্ত করা হয়েছে সালিম আয়াশ নামের হেজবুল্লাহর এক সদস্যকে। অভিযুক্ত চারজনের মধ্যে বাকি তিনজনকে বেকসুর খালাস দেয়া হয়েছে। ২০০৫ সালে লেবাননের বৈরুতে সেসময়ের প্রধানমন্ত্রী রফিক হারিরির যানবহরের ওপর বোমা হামলা চালালে তিনি নিহত হন। খবর বিবিসির
হারিরি হত্যায় হেজবুল্লাহ এবং সিরিয়ার মদত রয়েছে বলে অভিযোগ ছিল। তবে জাতিসংঘ সমর্থিত আন্তর্জাতিক আদালতের বিচারক বলেছেন, হেজবুল্লাহর উর্ধ্বতন নেতাদের এতে কোনো সম্পৃক্ততা খুঁজে পাওয়া যায়নি। তাছাড়া এতে সিরিয়ার হাত ছিল এমন কিছুও প্রমাণ করা যায়নি। সিরিয়া হারিরি হত্যায় জড়িত থাকতে এমন ধারণার কারণ হলো, রফিক হারিরি লেবাননে সে সময় সিরীয় প্রভাবকে চ্যালেঞ্জ জানিয়েছিলেন। তিনি চাননি সিরিয়া বা অন্য কোনো শক্তি লেবাননের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাক। নেদারল্যান্ডসে জাতিসংঘসমর্থিত বিশেষ ট্রাইব্যুনালে যে চার ব্যক্তির বিচার হয়েছে, তারা মূলত সংগঠনটির নিচু পর্যায়ের সদস্য।
হারিরি হত্যাকাণ্ড লেবাননের জন্য একটি বাঁকফেরানো ঘটনা। লেবাননের একতার চেষ্টায় হারিরি যেসব বিষয় প্রত্যাখ্যান করেছিলেন, তার হত্যার পর দেশটির রাজনীতিতে সেসব বিষয়ই শেকড় গেড়ে বসেছে এবং লেবাননের রাজনীতির মোড় ঘুরিয়ে দিয়েছে বলে মনে করা হয়।
মন্তব্য করুন