- আন্তর্জাতিক
- বিদেশি পর্যটকদের জন্য বালি দ্বীপ বন্ধ
বিদেশি পর্যটকদের জন্য বালি দ্বীপ বন্ধ

ফাইল ছবি
মহামারি করোনার সংক্রমণ রোধে এ বছর আর বিদেশি পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে না ইন্দোনেশিয়ার বালি দ্বীপ। সোমবার এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন পর্যটন প্রিয় দ্বীপটির গভর্নর। এর আগে আগামী মাস থেকে বিদেশি পর্যটকদের জন্য দ্বীপটিকে উন্মুক্ত করে দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছিল কর্তৃপক্ষ। কিন্তু করোনার সংক্রমণ বাড়তে থাকায় ওই সিদ্ধান্ত থেকে সরে আসতে হলো তাদের। এদিকে এ সিদ্ধান্তের কারণে দেশটির পর্যটন অর্থনীতির ওপর নির্ভরশীল বহু মানুষ ক্ষতির মুখে পড়বে বলে আশংকা করা হচ্ছে। খবর বিবিসির।
সারা বিশ্ব থেকে প্রতিবছর লাখ লাখ পর্যটক বালিতে আসে এখানকার নয়ন জুড়ানো সৈকত, বিস্তৃর্ণ ধান ক্ষেত আর মন্দিরের সৌন্দর্য উপভোগ করতে। ইন্দোনেশিয়ার অর্থনীতির বিশাল অংশ বালির পর্যটকদের হাত থেকে আসে।
সম্প্রতি বালির গভর্নর ওয়ান কোস্তার জানান, করোনা পরিস্থিতি এমন যে বিদেশিদের ইন্দোনেশিয়ায় আসতে দেওয়ার মতো না। ঠিক কতদিন পর বালিতে পর্যটকরা আসতে পারবেন তা নির্দিষ্ট করা না হলেও বিবৃতে বলা হয়েছে, ২০২০ সালের শেষ পর্যন্ত ইন্দোনেশিয়ায় বিদেশিরা আসতে পারবে না।
তবে এই সিদ্ধান্তের পরও অনেক হোটেল-রেস্টুরেন্টগুলোকে টিকে থাকার জন্য লড়াই করতে হচ্ছে। তাদের অনেক কর্মচারী গ্রামে বা অন্য শহরে চলে গেছে ভিন্ন উপায়ে রোজগারের পথ খোলা রাখতে।
গত সোমবার পর্যন্ত বালি দ্বীপে ৪ হাজার ৪৭৬ জন করোনায় আক্রান্ত ও ৫২ জনের মৃত্যু হয়েছে। আর ইন্দোনেশিয়া জুড়ে করোনায় এ পর্যন্ত ১ লাখ ৫৫ হাজার জন আক্রান্ত এবং ৬ হাজার ৭৫৯ জনের মৃত্যু হয়েছে।
মন্তব্য করুন