শান্তিরক্ষা মিশনে নারী সেনা বাড়ানোর আহ্বান জানিয়েছে জাতিসংঘ। মিশনে নারী-পুরুষ সমতা আনার লক্ষ্যে জাতিসংঘের ১৯৩ সদস্য রাষ্ট্রের প্রতি এ আহ্বান জানানো হয়।

এ নিয়ে শুক্রবার একটি প্রস্তাব পাস করেছে নিরাপত্তা পরিষদ। খবর এএফপির।

বিশ্বের ১৩টি দেশে বর্তমানে জাতিসংঘের শান্তিরক্ষী মোতায়েন রয়েছে। এসব মিশনে নিযুক্ত রয়েছে ৯৫ হাজার সেনা। তবে দেখা গেছে, এদের মধ্যে মাত্র ৬ শতাংশ নারী। বিষয়টি তুলে ধরে নিরাপত্তা পরিষদে প্রস্তাব তুলে অস্থায়ী সদস্য ইন্দোনেশিয়া। প্রস্তাবটি নিরাপত্তা পরিষদে সর্বসম্মতভাবে গৃহীত হয়।

প্রস্তাবে শান্তিরক্ষা কার্যক্রমকে আরও বেশি কার্যকর ও অর্থবহ করে তোলার জন্য সদস্য দেশ, জাতিসংঘ সচিবালয় ও আঞ্চলিক সংস্থাগুলোকে মিশনে সামরিক ও বেসামরিক পদে আরও বেশি নারীর অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান জানানো হয়।