লাদাখ সীমান্তের গালওয়ান উপত্যকায় গত ১৫ জুন সংঘর্ষের পর ভারত-চীনের মধ্য সামরিক উত্তেজনা শুরু হলে ভারতীয় নৌবাহিনী দক্ষিণ চীন সাগরে যুদ্ধজাহাজ পাঠিয়েছিল। 

ভারতের সরকারি সূত্র বার্তা সংস্থা এএনআই-কে বলেছে, গত জুনে গালওয়ান সংঘর্ষে ২০ সৈনিক নিহত হওয়ার পরপরই ভারতীয় নৌবাহিনী দক্ষিণ চীন সাগরে তাদের প্রথম সারির একটি যুদ্ধজাহাজ মোতায়েন করে। চীনের সামরিক বাহিনী এ অঞ্চলটিকে নিজেদের ভূখণ্ড দাবি করে অন্য দেশের সামরিক উপস্থিতিতে আপত্তি জানায়।

দক্ষিণ চীন সাগরে ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজের তাৎক্ষণিক উপস্থিতি চীনের উপর ব্যাপক প্রভাব ফেলেছিল। সেসময় দুই দেশের কূটনীতিক আলোচনায় চীন এ বিষয়টি তুলেছিল এবং ভারতকে তাদের আপত্তির কথা জানিয়েছিল। খবর এনডিটিভির

দক্ষিণ চীন সাগরে আগে থেকে অবস্থানরত যুক্তরাষ্ট্রের দুটি জাহাজের সঙ্গে যোগাযোগ রক্ষা করছিল ভারতের যুদ্ধজাহাজটি। ফলে চীন এ বিষয়ে আরও আপত্তি জানিয়েছিল।

এ ছাড়া নিয়মিত মহড়ার অংশ হিসেবে ভারতীয় ওই যুদ্ধজাহাজ সেখানে টহলরত অন্যান্য দেশকে নিজেদের অবস্থান সম্পর্কে  অবহিত করে। সাধারণ জনগণ যাতে বুঝতে না পারে সেজন্য ভারতীয় নৌবাহিনী খুব গোপনীয়তার সঙ্গে এই সামরিক মহড়াটি পরিচালনা করেছিল।

উল্লেখ্য, দক্ষিণ চীন সাগরে ভারতীয় নৌবাহিনীর জাহাজের উপস্থিতি নিয়ে দীর্ঘদিন ধবে আপত্তি জানিয়ে আসছে চীন। তবে ২০০৯ সাল থেকে সেখানে কৃত্রিম দ্বীপ তৈরির কাজসহ নানাভাবে সেখানে সামরিক উপস্থিতি বাড়িয়ে আসছে চীন। এ নিয়ে আপত্তি জানিয়েছে যুক্তরাষ্ট্রসহ প্রতিবেশী দেশগুলো।