- আন্তর্জাতিক
- অটোয়া ইউনিভার্সিটিতে করোনাভাইরাস শনাক্তে সেন্টার চালুর ঘোষণা
অটোয়া ইউনিভার্সিটিতে করোনাভাইরাস শনাক্তে সেন্টার চালুর ঘোষণা

অটোয়া ইউনিভার্সিটিতে করোনাভাইরাস শনাক্তে সেন্টার চালুর ঘোষণা- সমকাল
সেপ্টেম্বরের শুরুতে কানাডার অটোয়া ইউনিভার্সিটির ক্যাম্পাসে করোনাভাইরাস শনাক্তে সেন্টার চালুর ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।
কর্তৃপক্ষ জানায়, অন্টারিওতে এটিই প্রথম প্রতিষ্ঠান যেখানে শিক্ষক, শিক্ষার্থী ও অন্যান্য কর্মীদের জন্য কভিড-১৯ পরীক্ষার সুযোগ থাকছে।
প্রথম দিকে প্রতিদিন গড়ে ৫০ জনের মধ্যে সীমাবদ্ধ থাকবে পরীক্ষা। এটি ৬ মাসের জন্য প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে। প্রয়োজনের ভিত্তিতে সময়সীমা বাড়ানো হতে পারে। করোনাভাইরাস পরীক্ষা অ্যাপয়েন্টমেন্ট-ভিত্তিক করা হবে।
মন্তব্য করুন