পূর্ব লাদাখের প্যাংগং সো লেকের দক্ষিণ তীরের কাছে ভারতীয় ভূখণ্ডে চীনের সেনারা ঢোকার চেষ্টা করেছে। তবে তাদের ঠেকিয়ে দিয়েছে ভারতীয় সেনারা। 

সোমবার ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। খবর এনডিটিভি ও হিন্দুস্তান টাইমসের

ভারতীয় সেনাবাহিনীর বিবৃতিতে জানানো হয়, পূর্ব লাদাখের সীমান্ত বিবাদ ঘিরে সামরিক ও কূটনৈতিক স্তরের আলোচনায় দু'দেশ যে ঐক্যমতে পৌঁছেছিল তা গত শনিবার ও রোববারের মধ্যবর্তী রাতে লঙ্ঘন করেছে চীনের পিপলস লিবারেশন আর্মি (পিএলএ)। সীমান্তের অবস্থা পরিবর্তনের জন্য চীনের সেনা ‌‘প্ররোচনামূলক সামরিক গতিবিধি’ চালিয়েছে। 

ভারতীয় সেনাদের তৎপরতা এবং সতর্কতায় চীনের সেই চেষ্টা সফল হয়নি। বিবৃতিতে বলা হয়েছে, প্যাংগং সো লেকের দক্ষিণ তীরে চীনের সেনার গতিবিধি আগেই রুখে দিয়েছে ভারতীয় বাহিনী এবং সীমান্তে একতরফাভাবে তথ্য পরিবর্তনের যে উদ্দেশ্য ছিল চীনের, তা আটকে দিয়েছে।

চীনের এই পদক্ষেপ ভারত ভালোভাবে নেবে না বলে স্পষ্ট করে দিয়েছে। বিবৃতিতে বলা হয়, আলোচনার মাধ্যমে  শান্তি ও স্থিতাবস্থা বজায় রাখার ক্ষেত্রে প্রতিজ্ঞাবদ্ধ ভারতীয় সেনা। কিন্তু নিজেদের আঞ্চলিক অখণ্ডতা রক্ষা করার ক্ষেত্রেও (সেনা) সমানভাবে বদ্ধপরিকর। তাই এবারও পরিস্থিতি সমাধানে চীনের সঙ্গে আলোচনায় বসেছে ভারত। সমস্যা সমাধানের জন্য আপাতত দুই দেশের উচ্চপর্যায়ের বৈঠক চলছে।

উল্লেখ্য, চলতি বছরে এপ্রিল-মে মাসে লাদাখে প্রথম সংঘর্ষে জড়ায় ভারত ও চীন। গত ১৫ জুন পরিস্থিতি চরম আকার ধারণ করে। চীনের বাহিনীর অনুপ্রবেশ ঘিরে গালওয়ান উপত্যকায় দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। তাতে ২০ জন ভারতীয় সেনা নিহত হন। তবে চীনের হতাহতের তথ্য এখন পর্যন্ত প্রকাশ করা হয়নি।