জাপান আর যুক্তরাষ্ট্রের মধ্যে যে দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে, তা জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে ক্ষমতা ছাড়ার পরেও অটুট থাকবে। সোমবার ট্রাম্পের সঙ্গে টেলিফোন আলাপের পর এমনটাই জানিয়েছেন জাপান সরকারের একজন মুখপাত্র।  শুক্রবার স্বাস্থ্যগত কারণে জাপানের প্রধানমন্ত্রীর দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন শিনজো আবে। 

সোমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে টেলিফোনে কথা বলার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে সরকারের মুখপাত্র ও ডেপুটি চিফ ক্যাবিনেট সচিব আকিহিরো নিশিমুরা এ কথা বলেন। খবর এনডিটিভির।

ডেপুটি চিফ ক্যাবিনেট সচিব বলেন, আবে চান, যুক্তরাষ্ট্র-জাপানের মধ্যকার বর্তমান ঘনিষ্ঠ সম্পর্ক অটুট রাখার ব্যাপারে ট্রাম্প বড় ধরনের ভূমিকা রাখুন।

আধঘণ্টার ওই টেলিফোন আলাপে উত্তর কোরিয়ার হুমকি মোকাবিলার জন্য যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র কেনার বিষয়েও কথা বলেন আবে। উত্তর কোরিয়ার সম্ভাব্য মিসাইল হামলার প্রত্যাঘাতে নিজেদের সক্ষমতা বাড়ানোর জন্য যুক্তরাষ্ট্রের কাছ থেকে মিসাইল কেনার কথা ভাবছে জাপান। জুলাই সমাসে শুরু হওয়া এ বিষয়ক কথাবার্তা আরো এগিয়ে নিতে আগ্রহী টোকিও।

এদিকে জাপানি প্রধানমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। হোয়াইট হোউস বলেচে, আবেকে ডোনাল্ড ট্রাম্প একজন মহান প্রধানমন্ত্রী বলে মনে করেন ট্রাম্প।