ভারতের দাবি, চীন নিয়ন্ত্রণ রেখা লঙ্ঘন করে ভারতের অভ্যন্তরে ঢুকেছে। তবে সোমবার ভারতের এমন দাবি নাকচ করে দিয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা কখনো নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করেনি। সীমান্তে নিয়ন্ত্রণ রেখা লঙ্ঘনের গুরুত্ব তারা বোঝে বলেই দাবি করেছে এক বিবৃতিতে। খবর এনডিটিভির

বিবৃতিতে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়াং বলেন, ভারত কীসের ভিত্তিতে চীনের নিয়ন্ত্রণ রেখা পেরোনোর খবর প্রকাশ করেছে, তাদের জানা নেই।   তবে প্যাংগং লেক এলাকায় চীনা সেনাদের অবস্থানের কোনো বদল হয়নি। প্রকৃত নিয়ন্ত্রণরেখা পেরোয়নি তারা। প্যাংগং লেকের দক্ষিণ প্রান্তে কোনও সংঘর্ষের ঘটনাও ঘটেনি। আর চীনা সেনারা কখনো ভারতের অভ্যন্তরে অনুপ্রেবেশ করেনি।

মুখপাত্র বলেন, দুই দেশের মধ্যে এখন আলোচনা চলছে। চীন লাদাখে শান্তি বজায় রাখতে আগ্রহী। তারা দুই দেশের সীমান্তে স্থিতাবস্থা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।

তবে ভারতের পক্ষ থেকে সেনা জনসংযোগ কর্মকর্তা কর্নেল আমন আনন্দ বলেছেন, চীনা সেনারা প্রথমে নিজেদের অবস্থান ছেড়ে বেরিয়ে আসে। এর ফলে নতুন করে পরিস্থিতির অবনতির আশঙ্কা তৈরি হয়েছে। চীনের আগ্রাসনের জবাব ভারত দিতে প্রস্তুত বলে জানান তিনি।

পরিস্থিতি যাতে নতুন করে উত্তপ্ত না হয়ে ওঠে, সে জন্য ভারত ও চীনের ব্রিগ্রেড কমান্ডার পর্যায়ে বৈঠক চলছে।