- আন্তর্জাতিক
- তার সাহিত্য প্রীতিতে আমি বিমুগ্ধ: শীর্ষেন্দু মুখোপাধ্যায়
তার সাহিত্য প্রীতিতে আমি বিমুগ্ধ: শীর্ষেন্দু মুখোপাধ্যায়

প্রণব মুখোপাধ্যায়- ফাইল ছবি
সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তার প্রতি স্মৃতিচারণ করেছেন ভারতীয় বাঙালি সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়।
তিনি বলেন, ‘বেশ কিছু কাল ধরেই প্রণব বাবুর সঙ্গে আমার পরিচয় ছিল। অনেক ব্যস্ততার মধ্যেও তিনি সময় করে নিয়ে বহু রকমের বই পড়তেন। এক সময় অধ্যাপনাও করেছেন। তার সাহিত্য প্রীতিতে আমি বিমুগ্ধ। তার প্রতি আমার শ্রদ্ধাও রয়েছে। আমার সেই ভালোবাসা এবং শ্রদ্ধা আগামী দিনেও থাকবে।’
তিনি আরও বলেন, ‘নিখীল বঙ্গ সাহিত্য সম্মেলনের কয়েকটা সভায় তার সঙ্গে আমার একাধিকবার দেখা হয়েছে। মনে পড়ে সেই সময় সাহিত্য নিয়েও আলোচনা হযেছে। তখন একটা জিনিস লক্ষ্য করতাম যে- বই পড়া বা সাহিত্য সম্পর্কে মতামত ব্যক্ত করতে গিযে এমন সব বইয়ের রেফারেন্স তিনি দিতেন, আমি ভীষণই অবাক হয়ে যেতাম। নানা বিষয়ের বই পড়তেন তিনি। এত কাজ সামলেও কী করে যে এত সময পেতেন জানি না। নিখীল বঙ্গ সাহিত্য সম্মেলনের সভাপতি হিসেবে যে সব ভাষণ তিনি দিতেন সেখানেও প্রণববাবুর সাহিত্য বিষয়ক মনোজ্ঞ বক্তব্য আমাকে বারবার মুগ্ধ করেছে।’
সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় বলেন, ‘প্রণববাবু যখন রাষ্ট্রপতি হলেন, সেই সময় একবার তার একজন সহায়কের মাধ্যমে আমাকে দিল্লির রাষ্ট্রপতি ভবনে গিয়ে কয়েকদিন থাকতে অনুরোধ করেছিলেন। কিন্তু দুঃখের বিষয়, আমি ওনার সেই অনুরোধ রাখতে পারিনি। তার একটা কারণ হলো, ওই ধরনের হাই-প্রোফাইল জায়গায় যাওয়া বা গিয়ে থাকাটা আমি কিছুটা এড়িয়ে চলতে চাই। তাছাড়া অনেকেই জানেন যে, রাষ্ট্রপতি ভবনে দেশের প্রথম শ্রেণির নাগরিকের কাছাকাছি থাকার জন্য বিভিন্ন ধরনের প্রোটোকল মেনে চলতে হয, তাই প্রণব বাবুর সেই প্রস্তাবে আমি সম্মত হইনি। কিন্তু তার সাহিত্যের প্রতি ভালোবাসা আমাকে বরাবরই খুশি করেছে।’
মন্তব্য করুন