ইসরায়েলে আবারও হামাসের রকেট হামলা

গাজা থেকে ইসরায়েলের দিকে ছোড়া রকেট
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৩ | ১৯:৩৯ | আপডেট: ১০ অক্টোবর ২০২৩ | ১৯:৩৯
ইসরায়েলে আবারও রকেট হামলা চালিয়েছে হামাস। মঙ্গলবার স্থানীয় সময় বিকেল ৫টার পর থেকে গাজা উপত্যকা থেকে ইসরায়েলে একসঙ্গে কয়েকশ রকেট ছোড়া হয়। খবর বিবিসির।
বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে, মঙ্গলবার বিকেল ৫টার মধ্যে আসকেলন থেকে বেসামরিক মানুষকে সরে যাওয়ার সময়সীমা বেঁধে দেয় হামাস। নির্দিষ্ট সময় শেষ হওয়ার পরই সেখানে মুহুর্মুহু রকেট ছোড়ে গাজার এই স্বাধীনতাকামী সশস্ত্র বাহিনী।
আসকেলন থেকে বিবিসির সাংবাদিক অ্যালিস কাডি জানান, হামলার আগে তিনিসহ অনেক বাসিন্দা আশ্রয়কেন্দ্রে চলে যান।
অ্যালিস কাডির বরাতে বিবিসি জানায়, হামাস নতুন করে রকেট ছোড়ার পর সেখানকার মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে এবং পরবর্তীতে কী হবে— তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন গাজার বাসিন্দারা।
বিবিসির এই সংবাদকর্মী আরও জানান, গত কয়েক মিনিটে তারা রকেট বিস্ফোরণের অনেক শব্দ শুনতে পেয়েছেন। হামলার কয়েক মিনিট আগে থেকেই সেখানকার সাধারণ মানুষকে নিরাপদ আশ্রয়ে চলে যেতে মোবাইল ফোনে অব্যাহতভাবে বার্তা পাঠানো হয়।
প্রসঙ্গত, গত শনিবার হামাস ইসরায়েলে হঠাৎ রকেট হামলা চালায়। জবাবে গাজায় পাল্টা হামলা শুরু করে ইসরায়েল। দুপক্ষের পাল্টাপাল্টি হামলায় যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে। এ ঘটনায় নিহতের সংখ্যা ইতোমধ্যেই ১৫০০ ছাড়িয়েছে। এ ছাড়া আহত হয়েছেন ৬ হাজারের বেশি মানুষ।
- বিষয় :
- ইসরায়েল
- ফিলিস্তিন
- গাজা
- রকেট হামলা
- হামাস