ইসরায়েলের বিমান হামলায় হামাসের ২ কর্মকর্তা নিহত

ইসরায়েলি বাহিনীর হামলায় বিধ্বস্ত গাজা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৩ | ২৩:৪২ | আপডেট: ১০ অক্টোবর ২০২৩ | ২৩:৪৩
ইসরায়েলি বিমান হামলায় গাজায় হামাসের দুই জ্যেষ্ঠ কর্মকর্তা নিহত হয়েছেন।
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠনটির পক্ষ থেকেও এই তথ্য নিশ্চিত করা হয়েছে। খবর বিবিসি ও রয়টার্সের।
হামাসের নিহত কর্মকর্তারা হলেন, জাকারিয়া আবু মুয়াম্মার ও জাওয়াদ আবু শামাল। তারা সংগঠনটির রাজনৈতিক ব্যুরোর সদস্য ছিলেন।
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) পক্ষ থেকে বলা হয়, মঙ্গলবার সকালে গাজার খান ইউনিসে এক অভিযানে হামাসের ওই দুই কর্মকর্তা নিহত হন।
আইডিএফের এক মুখপাত্র বলেন, নিহত শামাল হামাসের অর্থনীতিবিষয়ক মন্ত্রী ছিলেন। তিনি গাজার ভেতরে ও বাইরে অস্ত্রধারীদের অর্থায়ন এবং ইসরায়েলি জনগণের ওপর হামাসের হামলা পরিকল্পনার সঙ্গে জড়িত ছিলেন।
এ ছাড়া নিহত জাকারিয়া হামাসের আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক দপ্তরের প্রধানের দায়িত্বে ছিলেন। আইডিএফ তার বিরুদ্ধে অসংখ্য সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগ তুলেছে।
টানা চার দিন ধরে চলমান ইসরায়েলি হামলায় অন্তত ৮৩০ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানায়, ইসরায়েলি হামলায় ৪ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন।
এদিকে ইসরায়েলে হামাসের হামলায় নিহতের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।
প্রসঙ্গত, গত শনিবার হামাস ইসরায়েলে হঠাৎ রকেট হামলা চালায়। এর জবাবে গাজায় পাল্টা হামলা শুরু করে ইসরায়েল। দুপক্ষের পাল্টাপাল্টি হামলায় যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে।
- বিষয় :
- বিমান হামলা
- ইসরায়েল
- হামাস
- গাজা
- নিহত
- হামাস কর্মকর্তা