ঢাকা বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩

হামাস-ইসরায়েলি বাহিনীর পাল্টাপাল্টি হামলায় নিহত ১৭৫৮

হামাস-ইসরায়েলি বাহিনীর পাল্টাপাল্টি হামলায় নিহত ১৭৫৮

সোমবার রাতে গাজা শহরের রিমাল এলাকায় ইসরায়েলি হামলায় বিধ্বস্ত ভবনের সামনে এক ব্যক্তি দাঁড়িয়ে। ছবি: বিবিসি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৩ | ০০:৪০ | আপডেট: ১১ অক্টোবর ২০২৩ | ০০:৪৬

ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে ইসরায়েলি বাহিনীর পাল্টাপাল্টি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৭৫৮ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন সাড়ে সাত হাজারেরও বেশি মানুষ। 

ফিলিস্তিন স্বাস্থ্য মন্ত্রণালয়, ফিলিস্তিন রেড ক্রিসেন্ট সোসাইটি ও ইসরাইলি স্বাস্থ্যসেবা কর্তৃপক্ষ এসব তথ্য নিশ্চিত করেছে। খবর বিবিসি’র।

নিহতদের মধ্যে ফিলিস্তিনির সংখ্যা ৭৬৫ জন। আহত হয়েছেন চার হাজারের বেশি ফিলিস্তিনি। হামাসের হামলায় গত শনিবার থেকে অন্তত এক হাজার আট জন ইসরায়েলি নিহত হয়েছেন। আহত হয়েছেন তিন হাজার ৪১৮ জনেরও বেশি।

গত শনিবার সকালে গাজা থেকে ইসরায়েলে হামলা চালায় হামাস। কয়েক হাজার রকেট হামলা চালানোর পাশাপাশি ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে হত্যাকাণ্ড চালায় তারা। জবাবে গাজায় বিমান থেকে বোমা হামলা চালাচ্ছে ইসরায়েল।

আরও পড়ুন