আফগানিস্তানের প্রথম ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহর গাড়িবহর লক্ষ্য করে বোমা হামলা হয়েছে।

স্থানীয় সময় বুধবার রাজধানী কাবুলের একটি সড়কের পাশের এ হামলায় সালেহ বেঁচে গেলেও প্রাণ হারিয়েছেন অন্তত ১০ জন।

বিবিসি বলছে, হামলায় সাবেক গোয়েন্দা কর্মকর্তা সালেহ মুখে ও হাতে কিছুটা দগ্ধ হয়েছেন। তার অবস্থা গুরুতর নয়।

আফগান সরকার ও তালেবানের মধ্যে আনুষ্ঠানিক বৈঠকের প্রস্তুতির আগেই এমন হামলার ঘটনা ঘটলো। তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এক টুইট বার্তায় বলেছেন, এই হামলায় তাদের কোনও দায় নেই।

আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারেক আরিয়ান বলেন, সরকারি কাজের উদ্দেশে যাত্রাকালে ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহর গাড়িবহর লক্ষ্য করে বোমা হামলা হয়েছে।

তিনি জানান, হামলায় ১০ জন বেসামরিক মানুষ নিহত হয়েছন। আহত হয়েছেন সালেহর দেহরক্ষীসহ ১৫ জন।

হামলার ঘটনার পর ভাইস প্রেসিডেন্ট সালেহর সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রেসিডেন্ট আশরাফ ঘানি।