- আন্তর্জাতিক
- মাস্ক পরা নিয়ে বিতর্কে বাতিল হলো ফ্লাইট
মাস্ক পরা নিয়ে বিতর্কে বাতিল হলো ফ্লাইট

শিশু যাত্রীর মুখে মাস্ক না থাকায় বাতিল করা হয়েছে কানাডার একটি ফ্লাইট। একই সঙ্গে ডাকা হয়েছে পুলিশও।
মঙ্গলবার সকালে ওয়েস্টজেট কর্তৃপক্ষের নেওয়া এ সিদ্ধান্ত নিয়ে অবশ্য দু্ই ধরনের বক্তব্য পাওয়া গেছে বলে বিবিসি জানিয়েছে।
দুই শিশু সন্তান নিয়ে ৬৫২ ফ্লাইটে ক্যালগরি থেকে টরেন্টো যাওয়ার কথা ছিল সাফওয়ান চৌধুরীর। তবে যাত্রা শুরুর আগেই মাস্ক বিতর্ক শুরু হয়। এরপর ফ্লাইট বাতিল ঘোষণা করে কর্তৃপক্ষ। নামিয়ে দেওয়া হয় অন্য যাত্রীদেরও।
সাফওয়ান চৌধুরী বলেছেন, ওয়েস্টজেট তার ১৯ বছর বয়সী শিশুকে মাস্ক পরতে বলেছিল, তবে তার কান্নাই থামছিল না। এমন ঘটনার সাক্ষী আমি আগে কখনও হইনি।
আর এয়ারলাইন্স কর্তৃপক্ষ বলছে, এই শিশুটি নয় বরং তার তিন বছর বয়সী শিশু মাস্ক না পরায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মন্তব্য করুন