চীন, রাশিয়া এবং ইরানি হ্যাকারদের লক্ষ্যবস্তু হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন।

মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট একথা জানিয়েছে বলে শুক্রবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে।

মাইক্রোসফট বলছে, ২০১৬ সালের নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির প্রচারণাকে প্রভাবিত করা রাশিয়ান হ্যাকাররা এবার আবারও সক্রিয় হয়ে উঠেছে। 

তারা বলছে, এটা স্পষ্ট যে বিদেশি গ্রুপগুলো নির্বাচনকে প্রভাবিত করতে তাদের জায়গা থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের প্রচারণার ওপর নজরদারি করছে হ্যাকাররা।

মাইক্রোসফটের বিবৃতিতে বলা হয়েছে, স্ট্রোনটিয়াম নামে রাশিয়ান একটি গ্রুপের হ্যাকাররা দুই শতাধিক প্রতিষ্ঠানকে তাদের লক্ষ্যবস্তু বানিয়েছে, এর মধ্যে অধিকাংশই যুক্তরাষ্ট্রের রাজনৈতিক দল রিপাবলিকান ও ডেমোক্র্যাটের সঙ্গে সম্পর্কিত।

একই হ্যাকাররা ব্রিটেনের রাজনৈতিক দলগুলোর ওপর চালানো সাইবার হামলার সঙ্গে জড়িত বলে প্রতিষ্ঠানটি বলছে।

মাইক্রোসফটের ভাইস প্রেসিডেন্ট এবং ক্রেতাদের নিরাপত্তা ও বিশ্বাস অর্জনে দায়িত্বপ্রাপ্ত টম বার্ট বলেন, ২০১৬ সালে আমরা যেমন দেখেছিলাম, স্ট্রোনটিয়াম সেই একইরকমভাবে মানুষের লগ-ইন তথ্য এবং তাদের অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য পেতে কার্যক্রম চালানো শুরু করেছে।

তিনি বলেন, গোয়েন্দা তথ্য সংগ্রহ কিংবা কার্যক্রম ব্যাহত করতেই এগুলো করা হচ্ছে বলে ধারণা করা হচ্ছে। অধিকাংশ ক্ষেত্রেই সাইবার হামলাকারীরা সফল হতে পারেনি বলে জানিয়েছে মাইক্রোসফট।