- আন্তর্জাতিক
- বিরোধপূর্ণ সীমান্ত থেকে সেনা সরাবে ভারত-চীন
বিরোধপূর্ণ সীমান্ত থেকে সেনা সরাবে ভারত-চীন

বিরোধপূর্ণ হিমালয় সীমান্ত থেকে সেনা সরিয়ে নিচ্ছে ভারত ও চীন।
বুহস্পতিবার দুই দেশের পররাষ্ট্র মন্ত্রীর মধ্যে এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় শুক্রবার জানিয়েছে বিবিসি।
রাশিয়ার মস্কোয় সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে পার্শ্ববৈঠকে মিলিত হয়েছিলেন চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াই ই এবং ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।
প্রায় আড়াই ঘণ্টারও বেশি সময় ধরে হওয়া বৈঠকে লাদাখসহ সীমান্ত এলাকয় উত্তেজনা কমাতে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা থেকে সেনা সরানোসহ পাঁচটি বিষয়ে একমত হন তারা।
সীমান্তের বর্তমান পরিস্থিতি কারোরই পক্ষে নেই বলে জানায় দুই দেশের মন্ত্রণালয়ের। যৌথ বিবৃতিতে বলা হয়, দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে আলোচনা চালিয়ে যাওয়া, দ্রুত নিষ্ক্রিয়করণ ও যথাযথ দূরত্ব বজায় রাখার বিষয়ে রাজি হয়েছেন তারা।
সীমান্তে শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করে এমন পদক্ষেপ গ্রহণ করার কথাও জানিয়েছে ভারত ও চীন। তবে এ ব্যাপারে বিস্তারিত কিছু বলা হয়নি।
মন্তব্য করুন