ভারতের উত্তরপ্রদেশের একটি গ্রামে বন্যার পানিতে ভেসে আসে কুমির। গ্রামের পুকুরে কুমিরের অবাধ বিচরণে আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে স্থানীয়রা। পরে তারা  ওই কুমিরটিকে আটকে রাখেন। এর বিনিময়ে বন্দি কুমিরটিকে বন দফতরের হাতে তুলে দিতে ৫০,০০০ রুপি দাবি করেছেন গ্রামবাসীরা। 

গত মঙ্গলবার এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বলে জানান দুধওয়া বাঘ সংরক্ষণ প্রকল্পের অতিরিক্ত এলাকার ডেপুটি ডিরেক্টর অনিল প্যাটেল। 

তিনি বলেন, 'কুমিরটাকে মুক্ত করতে গ্রামবাসীরা আমাদের কাছে ৫০,০০০ অর্থ চেয়ে বসে। ওরা বলেছে,  কুমিরটাকে উদ্ধার করার জন্য এই টাকা নাকি ওদের প্রাপ্য। গ্রামবাসীদের বোঝাতে আমাদের অনেক সময় লেগে যায়। এমনকি পুলিশ এসে ওদের বুঝিয়ে উঠতে পারে নি। শেষতক ওদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে, এই হুমকি দিয়ে তবে ওদের কাছ কুমিরটাকে ছাড়িয়ে আনতে সক্ষম হয়।'

গ্রামবাসীদের ভাষ্য, অন্তত ১৫ জন মিলে নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে কুমিরটিকে উদ্ধার করেছেন, তাই এই অর্থ তাদের প্রাপ্য।  যারা কুমির উদ্ধারে যুক্ত ছিলেন তাদের নামের একটি তালিকাও বনকর্মীদের হাতে তুলে দেন গ্রাম প্রধান । অর্থ  না দিলে কুমিরটাকে তারা ছাড়বেন না বলেও জানিয়ে দেন। পরে পুলিশ এসে গ্রামবাসীদের গ্রেপ্তারের ভয় দেখালে  শেষ পর্যন্ত কুমিরটিকে বনকর্মীদের হাতে তুলে দেওয়া হয়।