- আন্তর্জাতিক
- প্রকাশ্যে আপত্তিজনক ভাষা ব্যবহারের প্রতি নিন্দা জানিয়েছে এইএইচআরএফ
প্রকাশ্যে আপত্তিজনক ভাষা ব্যবহারের প্রতি নিন্দা জানিয়েছে এইএইচআরএফ

অন্য কোন জাতিগোষ্ঠীর প্রতি ঘৃণা ছড়ায় এমন কোন অবমাননাকর ও অযাচিত উক্তি ব্যবহারের প্রতি তীব্র নিন্দা জানিয়েছে দিল্লিভিত্তিক এনজিও এশিয়ান-ইউরেশিয়ান হিউম্যান রাইটস ফোরাম (এইএইচআরএফ) ও জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কাউন্সিল (ইকোসোক)।
এইএইচআরএফ বলেছে, আমরা মানবাধিকার কাউন্সিলের ৪৫তম অধিবেশনে বিষয়টি নজরে আনতে চাই। আমরা বর্ণবাদ, বর্ণবৈষম্য, অন্য দেশের নাগরিকদের প্রতি বিদ্বেষ এবং এ সম্পর্কিত অসহিষ্ণুতা আচরণের তীব্র নিন্দা জানাই।
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের উদাহরণ টেনে বলা হয়, তিনি প্রায়ই ভারত ও দেশটির রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে আপত্তিজনক ভাষা ব্যবহার করেন।
এইএইচআরএফ বলেছে, জনসভা, সংবাদ সম্মেলন এমনকি সংসদ অধিবেশনগুলিতে প্রকাশ্যে অবমাননাকর ভাষা বা উক্তির অনিয়ন্ত্রিত ব্যবহার বিভিন্ন দেশ ও জাতিগোষ্ঠীর প্রতি বিদ্বেষ বাড়িয়ে তুলছে। এটি বর্ণবাদ এবং নব্য-নাৎসীবাদের নতুন রূপ।
এশীয় উপমহাদেশের দুটি প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তান কখনই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উপভোগ করতে পারে না উল্লেখ করে এইএইচআরএফ বলেছে, পকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের টুইট দেখেই বোঝা যায়, ভারতের প্রতি তার তীব্র বিদ্বেষ রয়েছে। তিনি এমন একটি দেশের প্রধানমন্ত্রী যেখানে বেশ কয়েকটি উগ্রবাদী ও সন্ত্রাসী সংগঠন রয়েছে। পাকিস্তান প্রতিবেশী দেশের প্রতি ঘৃণা ছড়াচ্ছে, যা এই উপমহাদেশের জন্য হুমকিস্বরূপ।
আপত্তিজনক ভাষার ব্যবহার করে ঘৃণা ও শত্রুতা ছড়ানো থেকে বিরত থাকতে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলকে (ইউএনএইচআরসি) তার সকল সদস্য দেশকে একটি নির্দেশনা জারির দাবি জানিয়েছে এইএইচআরএফ।
মন্তব্য করুন