ইউরোপজুড়ে করোনাভাইরাস মহামারির 'সংক্রমণের উদ্বেগজনক হার' সম্পর্কে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থ্য (ডব্লিউএইচও)। বৃহস্পতিবার দেশগুলোকে করোনার পৃথক্‌করণ সময় সম্পর্কে সতর্ক করেছে সংস্থাটি। 

ইউরোপে ডব্লিউএইচও'র আঞ্চলিক পরিচালক হান্স ক্লুজে বলেন, ইউরোপে সেপ্টেম্বরে করোনাভাইরাসের সংক্রমণ যেভাবে বৃদ্ধি পেয়েছে তাতে আমাদের সবারই সজাগ হওয়া উচিত। যদিও এ সংখ্যা আরও বিস্তৃত প্রতিফলন ঘটায়। তবে এটি আঞ্চলজুড়ে সংক্রমণের ভয়ংকর হার দেখায়। ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনের একটি অনলাইন সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। খবর এএফপির

তিনি আরও বলেছেন, করোনাভাইরাস রোগীর সংস্পর্শে আসা যে কোনো ব্যাক্তিকে অবশ্যই ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। এর কোনো বিকল্প নেই।

ইউরোপে ডব্লিউএইচওর ঊর্ধ্বতন কর্মকর্তা ক্যাথরিন স্মলউড বলেন, কোয়ারেন্টাইনের সময়টি এ সংক্রমণ সম্পর্কে আমাদের বোঝার ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। আমরা কেবল বৈজ্ঞানিক ভিত্তিতে এ সময়সীমা সংশোধন করতে পারব।

এর আগে সংস্থাটি জানিয়েছে, ইউরোপে প্রতিদিন কতজন আক্রান্ত হচ্ছে এবং কত দ্রুত সে সংখ্যা দ্বিগুণ হচ্ছে, তা শনাক্ত করতে পেরেছেন বিশেষজ্ঞরা। যে সময়ের মধ্যে আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হচ্ছে তাকে ডাবলিং টাইম নামে ডাকা হচ্ছে বলে জানান বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মকর্তা মারিয়া ভান কেরখোভে।