- আন্তর্জাতিক
- চোখ খুলে গিনেস রেকর্ড
চোখ খুলে গিনেস রেকর্ড

সংগৃহীত ছবি
কাউকে ভয় দেখাতে অনেকেই বড় বড় চোখ করে তাকান, কিন্তু তাই বলে এত বড় কেউ করতে পারেন কী! আশ্চর্য হলেও সেটাই করে দেখালেন এক নারী। তার খোলা চোখ দেখলে মনে হবে যেন মণি বেরিয়ে আসছে। আর এভাবে চোখ খুলেই গিনেস রেকর্ডও গড়লেন তিনি। তিনি চোখ খোলার পরে নীচের পাতা থেকে উপরের পাতার দূরত্ব ১২ মিলিমিটার, মানে প্রায় পৌনে এক ইঞ্চি।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস-এর অফিসিয়াল ইনস্টাগ্রামে তার চোখ খোলার ভিডিও পোস্ট করা হয়েছে। সেখানেই উল্লেখ করা হয়েছে, কিম গডম্যান নামে এই নারীই বিশ্বে সবচেয়ে বড় করে চোখ খুলতে পেরেছেন। এর মধ্য দিয়ে তিনি ‘ফার্দেস্ট আইবল পপ’ ক্যাটাগরিতে রেকর্ড গড়ার স্বীকৃতি পেয়েছেন।
এদিকে ভিডিওটি পোস্ট করার পরপরই তা ভাইরাল হয়ে গেছে। ভিডিওটিতে লাইক আর কমেন্টের পাশাপাশি প্রতি মুহূর্তেই বাড়ছে ভিউয়ের সংখ্যা।
মন্তব্য করুন