অশীতিপর বৃদ্ধা বিলকিস বানু। ভারতের বিতর্কিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে ফুঁসে ওঠা এক মুসলিম নারী। দিল্লির শাহিনবাগে বিক্ষোভের প্রতীক হয়ে ওঠা এই বিলকিস বানু হয়েছেন ২০২০ সালে যুক্তরাষ্ট্রের টাইম ম্যাগাজিনের দৃষ্টিতে বর্ষসেরা নারী। অবশ্য টাইমের বর্ষসেরা ১০০ প্রভাবশালী ব্যক্তিদের তালিকায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ঠাঁই পেয়েছেন। 

মঙ্গলবার টাইম ম্যাগাজিনের ২০২০ সালের বর্ষসেরা ১০০ ব্যক্তির তালিকা প্রকাশিত হয়েছে। চলতি বছরে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করেছেন এমন ব্যক্তিদের এই তালিকায় কয়েকটি ক্যাটাগরিতে বর্ষসেরা নির্বাচিত করা হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেতা ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন। বিলকিস বানু তালিকায় ঠাঁই পেয়েছেন আইকন ক্যাটাগরিতে। নরেন্দ্র মোদি এর আগে ২০১৭ সালেও টাইম ম্যাগাজিনের বর্ষসেরার তালিকায় ছিলেন।

গত বছর ভারতে বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইন পাস হয়ে যাওয়ার পর দেশ জুড়ে ব্যাপক বিক্ষোভ-সহিংসতা শুরু হয়। এই আইনের বিরোধিতায় দিল্লির শাহীনবাগে ১০০ দিনের বেশি সময় ধরে নাগরিকত্ব আইনবিরোধী বিক্ষোভ অনুষ্ঠিত হয়। তীব্র শীতের মাঝে বিক্ষোভে অংশগ্রহণকারীদের বেশিরভাগই ছিলেন নারী; যাদের নেতৃত্ব দেন ৮২ বছর বয়সী বিলকিস বানু।সূত্র : বিবিসি।