ঢাকা বুধবার, ২৯ নভেম্বর ২০২৩

আফগানিস্তানে আবারও ভূমিকম্প

আফগানিস্তানে আবারও ভূমিকম্প

গত শনিবারের ভূমিকম্পের পর আফগানিস্তানের হেরাতের জিন্দা জান জেলায় ধ্বংসাবশেষের পাশে বসে কাঁদছে একটি ছেলে। ছবি: রয়টার্স

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৩ | ০২:৫০ | আপডেট: ১১ অক্টোবর ২০২৩ | ০২:৫০

আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। আজ বুধবার স্থানীয় সময় ভোর ৫টা ১০ মিনিটে এই ভূমিকম্প আঘাত হানে। খবর এএফপি’র। 

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল হেরাত শহরের ২৯ কিলোমিটার উত্তরে।  

তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির ব্যাপারে কিছু জানা যায়নি। 

এর আগে গত শনিবার আফগানিস্তানে ভূমিকম্প আঘাত হানে। এতে নিহতের সংখ্যা আড়াই হাজার ছাড়িয়েছে। 

আরও পড়ুন