ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, বাংলাদেশসহ কয়েকটি দেশ ভারতের কভিড টিকা পরীক্ষার অনুরোধ জানিয়েছে। ভারতে করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি, টিকা সরবরাহসহ নানা বিষয় নিয়ে শনিবার এক পর্যালোচনা সভায় তিনি এ কথা বলেন।

ভারতে বর্তমানে তিনটি টিকা অগ্রসর পর্যায়ে রয়েছে। এর মধ্যে একটি রয়েছে দ্বিতীয় ধাপে, আরেকটি তৃতীয় পর্যায়ে। খবর ইউএনবির

মোদি বলেছেন, বাংলাদেশ ছাড়াও মিয়ানমার, কাতার ও বাহরাইন এসব টিকার পরীক্ষার অনুরোধ করেছে ভারতের কাছে। ভারতের বিজ্ঞানী ও গবেষকরা প্রতিবেশী বাংলাদেশ, আফগানিস্তান, ভুটান, মালদ্বীপ, মরিশাস, নেপাল ও শ্রীলঙ্কায় গবেষণা সক্ষমতা বাড়াতে সহায়তা করছেন বলে জানিয়েছে নয়াদিল্লি।

মোদি বলেন, করোনার টিকা, ওষুধ ও টিকা সরবরাহ ব্যবস্থার প্রযুক্তি নিয়ে ভারতের নিকটতম প্রতিবেশীদের পাশাপাশি সমগ্র বিশ্বকেই সহায়তা করতে হবে। বৈঠকে তিনি জানান, ভারতে করোনা সংক্রমণ কমে আসছে। এ সময় তিনি আসন্ন পূজা উৎসবে সামাজিক দূরত্ব বজায় রাখা ও সংযত থাকার আহ্বান জানান।

মোদি বলেন, ভারতের ভৌগোলিক দূরত্ব ও বৈচিত্র্যের কথা মাথায় রেখে দ্রুত টিকা সরবরাহের ব্যবস্থা করতে হবে। টিকা সরবরাহ ও এর প্রশাসনিক ব্যবস্থার জন্য সংশ্নিষ্টদের দৃঢ় পদক্ষেপ নিতে হবে। তিনি সতর্ক করে দেন যে করোনা সংক্রমণ কমলেও আত্মতৃপ্তিতে ভোগার কোনো সুযোগ নেই।