- আন্তর্জাতিক
- পুকুরে মিলল বিরল প্রজাতির কচ্ছপ
পুকুরে মিলল বিরল প্রজাতির কচ্ছপ

ভারতের পশ্চিমবঙ্গের একটি পুকুর থেকে বিরল প্রজাতির কচ্ছপ পাওয়া গেছে। বর্ধমানের দেওয়ানদিঘি থানার দাসপুরে একটি পুকুরে এক ব্যক্তি মাছ ধরার সময় এর সন্ধান পান।
এইসময় জানায়, কচ্ছপটি ইন্ডিয়ান প্রজাতির সফট শেল। সাধারণত খাল, বিল, নদী, পুকুরে প্রচুর পাওয়া যায়। এই কচ্ছপটির রং বিরল।
ভারতীয় বন বিভাগের কর্মকর্তা দেবাশীষ শর্মা মঙ্গলবার টুইটারে সদ্য উদ্ধার করা কচ্ছপটির ছবি প্রকাশ করেছেন। দেবাশীষ বলেন, পশ্চিমবঙ্গের বর্ধমানের একটি পুকুরে কচ্ছপটির খোঁজ পাওয়া যায় এবং পরে সেটিকে উদ্ধার করা হয়।
বিশেষজ্ঞরা ধারণা করছেন, জিনগত পরিবর্তন থেকে কচ্ছপটির গায়ের রং হলুদ হয়ে থাকতে পারে।
গত জুলাইয়ে এমন একটি কচ্ছপ ধরা পড়ে ওড়িশার বালেশ্বর থেকে।
মন্তব্য করুন