গাজা সীমান্তে লাখ লাখ ইসরায়েলি সেনা

ইসরায়েলি বসতি এলাকার আশেপাশে এখনও পাহারা দিচ্ছে সেনাবাহিনী। ছবি: বিবিসি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৩ | ১৫:০১ | আপডেট: ১১ অক্টোবর ২০২৩ | ১৫:০৪
ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, ‘তারা গাজায় অভিযান চালাতে প্রস্তুত’ এবং এর অংশ হিসেবে গাজা সীমান্তে লাখ লাখ সেনা মোতায়েন করা হয়েছে। খবর বিবিসির
ইসরায়েলের সামরিক বাহিনী- আইডিএফ এর মুখপাত্র জোনাথন কনরিকাস বলেন, গাজার চারপাশে প্রতিবন্ধকতা পুনরায় স্থাপন করা হয়েছে।
তিনি বলেন, গাজা সীমান্তের কাছে ‘পদাতিক, সাঁজোয়া সেনা, আর্টিলারি সৈন্যদল’ পাঠানো হয়েছে। সেই সাথে আরও প্রায় তিন লাখ সংরক্ষিত সেনা মোতায়েন করা হয়েছে।
তিনি আরও বলেন, সামরিক বাহিনী গাজা উপত্যকার কাছাকাছি রয়েছে এবং ইসরায়েলি সরকার তাদেরকে যে মিশন দিয়েছে তা সম্পন্ন করতে প্রস্তুত হচ্ছে। এই লড়াইয়ের শেষে ভবিষ্যতে ইসরায়েলি বেসামরিক নাগরিকদের হত্যা করার মতো হামাসের যাতে আর কোন সামরিক সক্ষমতা অবশিষ্ট না থাকে তা নিশ্চিত করাই এই মিশনের লক্ষ্য।
- বিষয় :
- গাজা
- ইসরায়েল
- হামাস
- লাখ লাখ সেনা