রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে নির্বাচনে এখনও ভালোভাবে টিকে আছেন বলে মনে করছে তার প্রচারণা শিবির।

ট্রাম্পের প্রচারণা শিবিরের পক্ষ থেকে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে আশাবাদ ব্যক্ত করে বলা হয়, রিপাবলিকান প্রার্থী ট্রাম্প নির্বাচনে বিজয়ী হবেন এবং শুক্রবারের মধ্যেই তা পরিষ্কার হয়ে যাবে। খবর ফক্স নিউজ ও নিউইয়র্ক টাইমসের

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেল পর্যন্ত ব্যালট গণনার যে চিত্র ছিল তাতে সুস্পষ্টভাবে কাউকেই বিজয়ী বলার মতো পরিস্থিতি হয়নি। অবশ্য ভোট গণনায় যে চিত্র উঠে আসছে তাতে ডেমোক্রেট প্রার্থী জো বাইডেনই বিজয়ের পথে রয়েছেন বলে প্রতীয়মান হচ্ছে।

তবে ডোনাল্ড ট্রাম্পকে এখনই পরাজিত হিসেবে বিবেচনার সময় আসেনি উল্লেখ করে সংবাদ সম্মেলনে তার প্রচারণা শিবিরের ম্যানেজার বিল স্টেপিয়েন বলেন, 'ডোনাল্ড ট্রাম্প টিকে আছেন এবং ভালোভাবেই আছেন।'

ট্রাম্পের প্রচারণা দলের জ্যেষ্ঠ উপদেষ্টা জ্যাসন মিলার এমনকি আরও একধাপ এগিয়ে ট্রাম্পই বিজয়ী হবেন বলে মনে করছেন। তিনি বলেন, 'আমরা বিশ্বাস করি প্রেসিডেন্ট ট্রাম্প আবারও বিজয়ী হবেন। তিনিই নির্বাচনে জিতবেন এবং সেটা আগামীকাল শুক্রবারের মধ্যেই। যুক্তরাষ্ট্রের জনগণের কাছে এটা সুস্পষ্ট হয়ে যাবে যে, প্রেসিডেন্ট ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট পেন্সই আরও চার বছর হোয়াইট হাউসে থাকছেন।'

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত (বাংলাদেশ সময়) ইলেক্টোরাল ভোটে এগিয়ে রয়েছেন ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন। এখন পর্যন্ত দ্য অ্যাসোসিয়েটেড প্রেস ও গার্ডিয়ানের মতে, বাইডেন পেয়েছেন ২৬৪ ইলেক্টোরাল ভোট আর রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২১৪ ইলেক্টোরাল ভোট।

আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমের মতে, এখন জর্জিয়া (১৬টি ইলেক্টোরাল ভোট), নেভাদা (৬টি ইলেক্টোরাল ভোট), অ্যারিজোনা (১১টি ইলেক্টোরাল ভোট) ও পেনসিলভানিয়া (২০টি ইলেক্টোরাল ভোট)- এই চার রাজ্যে ঝুলে আছে দুই প্রার্থীর ভাগ্য। তবে কোনো কোনো সংবাদমাধ্যমের চোখ নর্থ ক্যারোলাইনার (১৫টি ইলেক্টোরাল ভোট) দিকেও।