মহামারি করোনাভাইরাস মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাগ্য নির্ধারণ করে দেবে বলে ধারণা করা হচ্ছিল; কিছু ক্ষেত্রে দিয়েছেও তাই। তবে তা ঘটেছে অনেকটা ইতিবাচকভাবেই।

প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গণণার ক্ষেত্রে বেশ কয়েকটি এলাকার চিত্র দেখলে ব্যাপারটা অবশ্য এখন স্পষ্ট। করোনার সংক্রমণ বেশি থাকা অঞ্চলে ট্রাম্পের বিপক্ষে তুলনামূলক ভোট কম পড়ার সম্ভাবনা দেখা দিলেও, শেষ পর্যন্ত দেখা যাচ্ছে তিনি এসব জায়গাতে তার প্রতিদ্বন্দ্বীর থেকে বরং বেশি ভোট পেয়েছেন।

বার্তা সংস্থা এএফপি স্থানীয় সময় শুক্রবার এমন তথ্য দিয়েছে। প্রাপ্ত তথ্যানুযায়ী করোনার সংক্রমণ বেশি থাকা এলাকাগুলোতে ট্রাম্পের পক্ষে ভোট পড়েছে বেশি। কম সংক্রমিত এলাকায় তার পক্ষে ভোটও পড়েছে কম।

আমেরিকান বার্তা সংস্থা এপি বিশ্লেষণে দেখিয়েছে, করেনায় বেশি আকারে সংক্রমিত ৩৭৬ কাউন্টির মধ্যে অধিকাংশ ভোটই গেছে ট্রাম্পের পক্ষে। ৯৩ শতাংশ কাউন্টিতে জয় পেয়েছেন তিনি। কম করোনা সংক্রমিত এলাকায় ট্রাম্প তুলনামূলক পিছিয়ে আছেন।

আমেরিকার যেসব এলাকায় করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে সেসব এলাকায় জো বাইডেন আর ট্রাম্পের ভোট ভাগাভাগি হয়েছে। সবমিলিয়ে দেশজুড়ে এক লাখ ১০ হাজার ভোটারের মধ্যে জরিপ চালিয়েছে এপি।

ট্রাম্পের ৩৬ শতাংশ ভোটার বলেছেন, মহামারি পুরোটাই বা তার কাছাকাছি নিয়ন্ত্রণে চলে এসেছে। আর ৪৭ শতাংশ বলছেন, কিছুটা নিয়ন্ত্রণে এসেছে করোনা। বাইডেনের ৮২ শতাংশ ভোটারের মতে, করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে নেই।

মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৬টায় আর বাংলাদেশ সময় বিকেল ৫টায় দেশটির প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। শেষ হয় স্থানীয় সময় রাত ৯টায়। ভোটগ্রহণের পর এখন চলছে গণনা।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর দেওয়া খবর অনুযায়ী, হাড্ডাহাড্ডি লড়াইয়ে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত (বাংলাদেশ সময়) ইলেক্টোরাল ভোটে এগিয়ে রয়েছেন ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন। বাইডেন পেয়েছেন ২৬৪ ইলেক্টোরাল ভোট আর রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২১৪ ইলেক্টোরাল ভোট।