- আন্তর্জাতিক
- রিপাবলিকানদের দুষলেন ট্রাম্পের দুই ছেলে
রিপাবলিকানদের দুষলেন ট্রাম্পের দুই ছেলে

প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকানদের বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্পকে যথেষ্ট সমর্থন না দেওয়ার অভিযোগ এনেছেন তার দুই ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র ও এরিক ট্রাম্প।
কয়েকটি দোদুল্যমান অঙ্গরাজ্যে যখন ট্রাম্প আর বাইডেনের ভাগ্য নিয়ে চলছে হাড্ডাহাড্ডি লড়াই; তখন টুইটারে ক্ষোভ প্রকাশ করেন তারা। ট্রাম্পের দুই ছেলে ছাড়াও তার কিছু ঘোর সমর্থকও একই অভিযোগ করেছেন বলে শুক্রবার জানিয়েছে বিবিসি।
এরিক ট্রাম্প লিখেছেন, ‘কোথায় রিপাবলিকানরা! কিছুটা হলেও মেরুদণ্ড দেখান। জালিয়াতির বিরুদ্ধে লড়াই করুন। ভেড়ার মতো থাকলে আমাদের ভোটাররা আপনাকে ভুলে যাবে না।’
সক্রিয়ভাবে ট্রাম্পকে সমর্থন জানাতে রিপাবলিকানদের মধ্যে ঘাটতি দেখার কথা উল্লেখ করে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র লিখেছেন, উদ্বেগের কিছু নেই। ডোনাল্ড ট্রাম্প লড়াই করবেন। তারা (রিপাবলিকান) তা যথারীতি দেখতে পাবেন।
আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বলছে, ভোট গণনা পুরোপুরি শেষ হওয়ার আগেই ট্রাম্প নিজেকে জয়ী ঘোষণা করেছেন। একই সঙ্গে ভোট গণনায় জালিয়াতির অভিযোগও করছেন তিনি। এমন পরিস্থিতিতেই সমর্থকদের দুষলেন ট্রাম্পের দুই ছেলে।
মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৬টায় আর বাংলাদেশ সময় বিকেল ৫টায় দেশটির প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। শেষ হয় স্থানীয় সময় রাত ৯টায়। ভোটগ্রহণের পর এখন চলছে গণনা।
সর্বশেষ খবর অনুযায়ী, হাড্ডাহাড্ডি লড়াইয়ে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত (বাংলাদেশ সময়) ইলেক্টোরাল ভোটে এগিয়ে রয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। বাইডেন পেয়েছেন ২৬৪ ইলেক্টোরাল ভোট আর রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২১৪ ইলেক্টোরাল ভোট।
মন্তব্য করুন