রিপাবলিকান প্রার্থী ও যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারণা দলের অন্যতম নীতিনির্ধারক ও সিনিয়র কাউন্সিল স্টিভ বেনন বলেছেন, 'প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ' শুরু করা উচিত শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ড. অ্যান্টনি ফাউসি এবং এফবিআইয়ের পরিচালক ক্রিস্টোফার রে'র জন্য হোয়াইট হাউসে 'একটি সতর্কতা হিসেবে'। খবর ইন্ডিপেন্ডেন্টের।

নির্বাচনী ক্যাম্পেইন অফিস থেকে পডকাস্টে এ কথা বলেন তিনি। বেনন মনে করেন, সাধারণ গুলির চেয়ে শূলে চড়িয়ে শিরচ্ছেদ করা তাদের জন্য বেশি উপযুক্ত।

তিনি বলেন, '(ট্রাম্পের) দ্বিতীয় মেয়াদের শুরুতে রে ও ফাউসি গুলি চালিয়ে সরানো যায়। তবে না... আমি আসলে আরও এক ধাপ এগিয়ে যেতে চাই। কিন্তু রাষ্ট্রপতি (ট্রাম্প) একজন বিনয়ী এবং ভাল মানুষ।'

বেনন আরও বলেন, 'আমি আসলে ইংল্যান্ড রাজাদের আমলে ফিরে যেতে চাই। আমি তাদের মাথা শূলে রাখতে চাই। এবং ফেডারেল ব্যুরোক্রেটদের জন্য সতর্কবার্তা হিসেবে মাথা দু'টি হোয়াইট হাউসের দুই পাশে রেখে দিতে চাই।'

বৃহস্পতিবার পডকাস্টটি লাইভ হওয়ার পর @ওয়্যাররুমপ্যান্ডেমিক নামের টুইটার অ্যাকাউন্টটি স্থগিত করা হয়।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৬টায় আর বাংলাদেশ সময় বিকেল ৫টায় ভোটগ্রহণ শুরু হয়। শেষ হয় স্থানীয় সময় রাত ৯টায় (বাংলাদেশ সময় বুধবার সকাল ৮টায়)। এবারের নির্বাচনে ভোট পড়েছে ৬৬%, যা যুক্তরাষ্ট্রের ১২০ বছরের ইতিহাসে সবচেয়ে বেশি।

হাড্ডাহাড্ডি লড়াইয়ে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত (বাংলাদেশ সময়) ইলেক্টোরাল ভোটে এগিয়ে রয়েছেন ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন। এখন পর্যন্ত দ্য অ্যাসোসিয়েটেড প্রেস ও গার্ডিয়ানের মতে, বাইডেন পেয়েছেন ২৬৪ ইলেক্টোরাল ভোট আর ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২১৪ ইলেক্টোরাল ভোট। 

আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমের মতে, এখন জর্জিয়া (১৬টি ইলেক্টোরাল ভোট), নেভাদা  (৬টি ইলেক্টোরাল ভোট), অ্যারিজোনা  (১১টি ইলেক্টোরাল ভোট) ও পেনসিলভানিয়া (২০টি ইলেক্টোরাল ভোট)- এই চার রাজ্যে ঝুলে আছে দুই প্রার্থীর ভাগ্য। তবে কোনো কোনো সংবাদমাধ্যমের চোখ নর্থ ক্যারোলাইনার (১৫টি ইলেক্টোরাল ভোট) দিকেও। 

শুধু পেনসিলভানিয়া বা বাকি চারটি রাজ্যের যে কোনো দু'টিতে জয় পেলে জো বাইডেন হবেন যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট। তবে ট্রাম্পের ক্ষেত্রে পথটা কঠিন। আবারও হোয়াইট হাউজের দায়িত্ব ফিরে পেতে তার পেনসিলভানিয়া এবং সঙ্গে বাকি চারটি রাজ্যের তিনটিতে জয় দরকার।

এর মধ্যে নেভাদা ও অ্যারিজোনায় এগিয়ে বাইডেন। জর্জিয়া ও পেনসিলভেনিয়াতেও তিনি ব্যবধান কমিয়ে আনছেন।