- আন্তর্জাতিক
- ৬৯ বছর বয়সেও র্যাপে মাতাচ্ছেন ‘ফোকলা গায়িকা’
৬৯ বছর বয়সেও র্যাপে মাতাচ্ছেন ‘ফোকলা গায়িকা’

মার্লিন আলফনসো। ছবি: ভিডিও থেকে নেওয়া
নাম তার মার্লিন আলফনসো। বয়স ৬৯ বছর। কলম্বিয়ান পাবলিক ট্রান্সপোর্টে র্যাপ গান করে এই নারী এখন রীতিমতো ভাইরাল। বেশিরভাগ দাঁত না থাকায় মার্লিন সবার কাছে 'ফোকলা গায়িকা' নামে বেশি পরিচিত। এই বয়সের এক নারী র্যাপারের পোশাক আর গানের ভাষা মার্লিনকে যেন সবার থেকে আলাদা করে আকর্ষণের কেন্দ্রে নিয়ে এসেছে।
ভেনেজুয়েলা থেকে কলম্বিয়ায় আশ্রয় নেওয়া প্রায় ১৭ লাখ উদ্বাস্তুদের মধ্যে মার্লিনও একজন। তারা সবাই কলম্বিয়ায় বেঁচে থাকার জন্য বিভিন্ন কাজ করেন। তবে ৬৯ বছর বয়সের মার্লিন র্যাপ গানে সবাইকে মুগ্ধ করে কিছু আয়ের চেষ্টা করেন। খবর আনন্দবাজারের।
মার্লিন জানান, তিনি চেষ্টা করেন, গান গেয়ে নিজেরটা নিজে চালিয়ে নিতে। কেউ যদি তাকে টাকা নাও দিতে পারেন তাতেও কোনও অসুবিধা নেই। আর যাত্রীরা মার্লিনের মজার কথা দিয়ে তৈরি র্যাপ দারুণ উপভোগ করেন। বাসের ভিতরে বা রাস্তার ধারে কারও অনুরোধে গাওয়া মার্লিনের সেই সব গানের ভিডিও এখন ভাইরাল।
মন্তব্য করুন