- আন্তর্জাতিক
- রাশিয়ার করোনার সব টিকাই কার্যকর, দাবি পুতিনের
রাশিয়ার করোনার সব টিকাই কার্যকর, দাবি পুতিনের

রাশিয়ার তৈরি করোনাভাইরাসের সব টিকাই কার্যকর বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
পুতিন বলেন, রাশিয়ায় বর্তমানে দুটি নিবন্ধিত টিকা রয়েছে। এ দুটি টিকা পুরোপুরি কার্যকর। শিগগিরই তৃতীয় টিকার নিবন্ধনের জন্য আবেদন করবো আমরা।
মঙ্গলবার পুতিন এসব কথা বলেন। সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) সম্মেলনে ভিডিও কনফারেন্সের বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন পুতিন। খবর রয়টার্সের
পুতিন আরও বলেন, করোনা প্রতিরোধে মস্কো বিশ্বের অন্যান্য দেশেও টিকা সরবরাহের জন্য প্রস্তুত। কিন্তু রাজনৈতিক কারণে বিষয়টি বাধাগ্রস্ত হচ্ছে।
তিনি বলেন, করোনার টিকা পাওয়া পৃথিবীর সব মানুষের অধিকার। টিকার জন্য আমরা সব দেশের সঙ্গে একযোগে কাজ করতে চাই।
পুতিনের এমন বক্তব্যের আগের দিন সোমবার মার্কিন কোম্পানি ফাইজার ও জার্মান কোম্পানি বায়োএনটেক ঘোষণা দেয়, তাদের পরীক্ষামূলক টিকা ৯০ শতাংশের বেশি কার্যকর।
মন্তব্য করুন