- আন্তর্জাতিক
- যুক্তরাষ্ট্রে একদিনে করোনা শনাক্তের নতুন রেকর্ড
যুক্তরাষ্ট্রে একদিনে করোনা শনাক্তের নতুন রেকর্ড

যুক্তরাষ্ট্রে একদিনে করোনাভাইরাসে রেকর্ড সংখ্যক নতুন রোগী শনাক্ত হয়েছে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় ২ লাখ ১ হাজার ৯৬১ জন করোনাভাইরাসে সংক্রমিত হয়েছে। এ নিয়ে যুক্তরাষ্ট্রে মোট করোনা শনাক্ত হলো ১ কোটি ২ লাখ ৪২ হাজার ৭৫৪ জনের।
২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় সংক্রমিত হয়ে ১ হাজার ৫৩৫ জন মারা গেছেন। এটি গত কয়েক মাসের মধ্যে রেকর্ড। এ নিয়ে করোনায় সেখানে মোট মৃত্যু হয়েছে ২ লাখ ৩৯ হাজার ৬২৮ জনের। খবর এএফপির
মঙ্গলবার বিশ্বে করোনায় মৃত্যু হয়েছে ৬ হাজার ৮৬৭ জনের।
কোভিড ট্র্যাকিং প্রজেক্টের তথ্য বলছে, দেশটিতে করোনায় সংক্রমিত ৬০ হাজারেরও বেশি মানুষ হাসপাতালে চিকিৎসাধীন।
মার্কিন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা সতর্ক করে দিয়েছেন যে, দেশজুড়ে হাসপাতালগুলো শিগগিরই ধারণক্ষমতা শেষ হয়ে যাবে। এছাড়া আরও অনেক মানুষকে হাসপাতালে ও আইসিইউতে নেওয়াটা মৃত্যুর সংখ্যাও বাড়িয়ে দিতে পারে।
জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর সিস্টেম সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের (সিএসএসই) তথ্য অনুযায়ী, বুধবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ কোটি ১৩ লাখ ৬৬ হাজার ৫২৯ জনে। এদের মধ্যে মৃত্যু হয়েছে ১২ লাখ ৭০ হাজার ৭৮ জনের। আর এ পর্যন্ত সেরে উঠেছেন ৩ কোটি ৩৪ লাখ ৭১ হাজার ৪৮৩ জন।
মন্তব্য করুন