- আন্তর্জাতিক
- পেন্টাগনের শীর্ষ কর্মকর্তার পদত্যাগ
পেন্টাগনের শীর্ষ কর্মকর্তার পদত্যাগ

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রতিরক্ষা সচিব মার্ক এসপারকে বরখাস্ত করার একদিন পর মঙ্গলবার পেন্টাগনের নীতি-বিষয়ক শীর্ষ কর্মকর্তা জেমস অ্যান্ডারসন পদত্যাগ করেছেন।
মঙ্গলবার জেমস অ্যান্ডারসন তার পদত্যাগপত্র ট্রাম্পের কাছে জমা দেন এবং তাৎক্ষণিকভাবে এটি কার্যকর হয়েছে। খবর হাফিংটন পোস্টের
জেমস অ্যান্ডারসন পদত্যাগপত্রে লিখেন, আমাদের দীর্ঘমেয়াদী সাফল্য মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান মেনে চলার উপর নির্ভর করছে। সব সরকারি কর্মচারী ও প্রতিরক্ষাকর্মীরা এটি মেনে চলার শপথ করেছেন।
অ্যান্ডারসন ২০১৮ সালের আগস্টে ডেপুটি আন্ডার সেক্রেটারি হিসেবে শপথ নিয়েছিলেন। তবে জুন থেকে ভারপ্রাপ্ত আন্ডার সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন।
হোয়াইট হাউস এই সপ্তাহে অ্যান্ডারসনকে পদত্যাগ করতে বলতো বলে হাফিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে। হোয়াইট হাউজ থেকে তাকে পদত্যাগ করতে বলার আগেই নিজ থেকে তিনি পদত্যাগ করলেন।
উল্লেখ্য, ট্রাম্প তার চার বছরের মেয়াদকালে অনেক গুরুত্বপূর্ণ কর্মকর্তা ও উপদেষ্টাকে বরখাস্ত করেছেন। তার প্রশাসনের অনেকে পদত্যাগ করেছেন বা পদত্যাগে বাধ্য হয়েছেন।
মন্তব্য করুন