- আন্তর্জাতিক
- বাহরাইনের প্রধানমন্ত্রী শেখ খলিফা আর নেই
বাহরাইনের প্রধানমন্ত্রী শেখ খলিফা আর নেই

শেখ খলিফা বিন সালমান আল খলিফা
বাহরাইনের দীর্ঘদিন ধরে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা শেখ খলিফা বিন সালমান আল খলিফা মৃত্যুবরণ করেছেন। তার বয়স হয়েছিল ৮৪ বছর।
শেখ খলিফার মৃত্যুতে বাদশাহ শেখ হামাদ বিন ইশা আল খলিফা এক সপ্তাহের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন। এ সময় বাহরাইনের জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। খবর আল জাজিরার।
বুধবার বাহরাইনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাহরাইন নিউজ এজেন্সি জানায়, প্রধানমন্ত্রী শেখ খলিফা যুক্তরাষ্ট্রের মেয়ো ক্লিনিক হাসপাতালে মারা গেছেন। তার মৃত্যুতে রাজ দরবার থেকে শোক প্রকাশ করা হয়েছে। যুক্তরাষ্ট্র থেকে দেশে আনার পর বন্ধুবান্ধব ও আত্মীয়স্বজনের অংশ গ্রহণের মধ্য দিয়ে তার মরদেহ সমাধিস্থ করা হবে।
খলিফা বিন সালমান আল খলিফা বিশ্বের সবচেয়ে বেশি সময় ধরে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা ব্যক্তিদের একজন। কয়েক দশক ধরে তিনি তার এই রাষ্ট্রীয় দায়িত্ব পালন করেন। ২০১১ সালে আরব বসন্ত চলাকে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলা হলেও শেষ পর্যন্ত তিনি পার পেয়ে যান।
মন্তব্য করুন