- আন্তর্জাতিক
- ট্রাম্পের বাধার কারণে আরও মানুষ মরতে পারে: জো বাইডেন
ট্রাম্পের বাধার কারণে আরও মানুষ মরতে পারে: জো বাইডেন
অনলাইন ডেস্ক |
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২০
আপডেট: ১৭ নভেম্বর ২০২০
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২০ । আপডেট: ১৭ নভেম্বর ২০২০যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ডোনাল্ড ট্রাম্প তার সম্ভাব্য প্রশাসনের কাজে বাধা প্রদান অব্যাহত রাখলে আরও মানুষের মৃত্যু হতে পারে।
ডেলাওয়ারে এক ভাষণে তিনি বলেছেন, করোনাভাইরাস মহামারি মোকাবেলায় সমন্বয় দরকার।
নিজের পরাজয় মানতে ট্রাম্পের অস্বীকৃতিকে 'চরম দায়িত্বজ্ঞানহীন' আখ্যায়িত করেছেন বাইডেন।
এ দিকে সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামা সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন 'এটা কোনো খেলা নয়'।
প্রেসিডেন্ট-ইলেক্ট জো বাইডেনের সংগ্রহে এখন পর্যন্ত ৩০৬ ইলেক্টোরাল ভোট আছে যদিও তার দরকার ছিলো ২৭০।
তবে ট্রাম্প সোমবারও টুইট করেছেন, আমি নির্বাচনে জিতেছি।
গত ৩ নভেম্বরের নির্বাচন নিয়ে ট্রাম্পের নির্বাচনী শিবির থেকে একের পর এক মামলা হচ্ছে যুক্তরাষ্ট্রের নানা রাজ্যে।
নতুন প্রেসিডেন্টের দায়িত্বভার গ্রহণ সম্পর্কিত প্রক্রিয়া যে প্রতিষ্ঠান করে থাকে সেই দি জেনারেল সার্ভিস এডমিনিস্ট্রেশন (জিএসএ) এখনো জো বাইডেন ও কমলা হ্যারিসের জয়কে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি।
ফলে তারা এখনো স্পর্শকাতর তথ্য বা গোয়েন্দা ব্রিফিং পেতে শুরু করেননি।
বাইডেনের সহকারীরা বলেছেন, ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়ায় ট্রাম্পের অংশগ্রহণে অস্বীকৃতির কারণে করোনাভাইরাসের টিকা বিতরণ কৌশল নিয়ে পরিকল্পনা প্রণয়ন প্রক্রিয়ায় বাইডেনের টিম অংশ নিতে পারছে না।
সোমবার তার বক্তৃতায় বাইডেন সতর্ক করে বলেছেন, আমরা সমন্বয় না করলে আরো মানুষ মারা যেতে পারে।
দেশজুড়ে টিকা বিতরণকে একটি বড় কর্মযজ্ঞ আখ্যায়িত করে তিনি বলেন, যদি তার প্রশাসনকে শপথ গ্রহণ পর্যন্ত অপেক্ষা করতে হয় এবং ততদিন যদি এই বিতরণ কর্মসূচি শুরু হতে না পারে তাহলে তারা অন্তত এক মাস পিছিয়ে যাবেন। সূত্র: বিবিসি বাংলা।
বিষয় : জো বাইডেন যুক্তরাষ্ট্র ট্রাম্প
মন্তব্য করুন