- আন্তর্জাতিক
- এবার করোনায় আক্রান্ত ডোনাল্ড ট্রাম্প জুনিয়র
এবার করোনায় আক্রান্ত ডোনাল্ড ট্রাম্প জুনিয়র
অনলাইন ডেস্ক |
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২১ নভেম্বর ২০২০
আপডেট: ২১ নভেম্বর ২০২০
প্রকাশ: ২১ নভেম্বর ২০২০ । আপডেট: ২১ নভেম্বর ২০২০
ডোনাল্ড ট্রাম্প জুনিয়র
এবার করোনাভাইরাসে (কোভিড) আক্রান্ত হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে।
তার মুখপাত্র জানিয়েছেন, ৪২ বছর বয়সী ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের এই সপ্তাহের শুরুতেই করোনাভাইরাস পরীক্ষা করা হয়। ফলাফল পজিটিভ আসার পর থেকে কোয়ারেন্টাইনে আছেন তিনি। খবর বিবিসির
বিবৃতিতে জানানো হয়, ট্রাম্প জুনিয়রের তেমন কোনো উপসর্গ নেই। তারপরও কোভিড-১৯ চিকিৎসার সবগুলো নির্দেশনা মেনে চলছেন তিনি।
ডোনাল্ড ট্রাম্পের আরেক ছেলেও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। ব্যারন ট্রাম্প (১৪) গত মাসে করোনাভাইরাসে আক্রান্ত হয়।
এর আগে, ডোনাল্ড ট্রাম্প নিজে, তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প, ট্রাম্পের চিফ অব স্টাফ মার্ক মিডোসসহ হোয়াইট হাউসের বেশ কয়েকজন কর্মকর্তা ও রিপাবলিকানদের নির্বাচনী প্রচারণা দলের একাধিক সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হন।
মন্তব্য করুন