- আন্তর্জাতিক
- কৃষক থামাতে ভারতীয় পুলিশের টিয়ার গ্যাস, জলকামান
কৃষক থামাতে ভারতীয় পুলিশের টিয়ার গ্যাস, জলকামান

ছবি: আল জাজিরা
ভারতে কৃষকদের বিক্ষোভ থামাতে পুলিশ টিয়ার গ্যাস ও জলকামান ব্যবহার করেছে। শুক্রবার হাজার হাজার পুলিশ রাজধানী দিল্লির উপকণ্ঠে জড়ো হয়ে শহরে ভেতরে প্রবেশে চেষ্টা চালালে পুলিশ তাদের পথ আটকে দেয় এবং দুই পক্ষের মধ্যে সংঘাত শুরু হয়। ক্ষিপ্ত কৃষকদের ছত্রভঙ্গ করতে তারা টিয়ার গ্যাস ও জলকামান ছোড়ে। খবর আল জাজিরার।
সম্প্রতি কৃষিবিষয়ক একটি নতুন আইন পাস হলে দেশব্যাপী কৃষকরা সে আইনের বিরোধিতায় নামে। নতুন এই আইনটিতে বলা হয়েছে, এখন থেকে কৃষকরা নিজেদের পণ্য সরাসরি বেসরকারি ক্রেতাদের কাছে বিক্রি করতে পারবে। তারা প্রয়োজনে বেসরকারি কোম্পানিগুলোর সঙ্গে চুক্তিতে যেতে পারবে। কিন্তু সেপ্টেম্বরে ভারতীয় সংসদে বিলটি পাস হওয়ার পর কৃষকরা দাবি করতে থাকেন, এই আইন তাদের বেসরকারি ক্রেতাপ্রতিষ্ঠানগুলোর স্বেচ্ছাচারের শিকার বানাবে। তারা তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হবে।
শুক্রবার টেলিভিশনের ফুটেজে দেখানো হয়েছে, রাজধানীতে ঢুকতে উন্মুখ হাজার হাজার মানুষের সামনে পুলিশ ব্যারিকেড হয়ে দাঁড়িয়ে আছে। কৃষকদের হাতে পতাকা এবং লাঠি। কৃষকনেতা সুখদেব সিং হরিয়ানার নারওয়ানা থেকে আল জাজিরাকে ফোনে বলেন, আমরা, যাই হোক না কেন, জাতীয় রাজধানীর দিকে অগ্রসর হবো। সরকার যদি মনে করে, শক্তি প্রয়োগ করে বা রাস্তা অবরোধ করে আমাদের থামিয়ে দেবে, তা হবে না। যত সময়ই লাগুক, আমরা দিল্লি পৌঁছে যাব।
সুখদেব সিং বলেন, এই সরকার কৃষকদের যত্ন করে না। তাদের কথা শুনতে চায় না। যে বিলটি পাস হয়েছে, সেটির কথা উল্লেখ করে বলেন, এটি আমাদের ধ্বংস করতে এবং বড় বড় কর্পোরেটদের সহায়তা করার জন্য করা হচ্ছে।
আরেকজন কৃষক সুকরাম পাল বলেন, পুলিশ তাদের ব্যারিকেড দিয়ে, টিয়ারশেল ফাটিয়ে এবং জলকামান মেরে থামিয়ে দিতে চাইছে। তবে লাখ লাখ কৃষকের কণ্ঠ সেভাবে স্তব্ধ করা যাবে না।
নয়াদিল্লিতে শহরতলির ট্রেন চলাচল স্থগিত করা হয়েছে, টুইটারে একটি পোস্টে দিল্লি মেট্রো জানিয়েছে, প্রতিবাদকারীদের ট্রেনে চড়তে না দেয়ার জন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
মন্তব্য করুন