যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের টিকা নিতে দেশবাসীকে জোর করা হবে না বলে জানিয়েছেন দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। ডেলাওয়ার অঙ্গরাজ্যের উইলমিংটনে এক সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। খবর বিবিসির।

টিকা নিয়ে সাংবাদিককের এক প্রশ্নের জবাবে বাইডেন বলেন, ‘আমি মনে করি না যে এটা বাধ্যতামূলক হওয়া উচিত। আমি এটা বাধ্যতামূলক করতে চাইব না, তবে আমার ক্ষমতার আওতার মধ্যে যতটা পারা যায়, তার সবটা করব।’

তিনি আরও বলেন, ‘যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে জনগণকে সঠিক কাজটি করতে উৎসাহ দিতে আমার ক্ষমতার আওতার মধ্যে সবকিছু করব। আর, তারা (জনগণ) এটা করলে দেখা যাবে যে এর গুরুত্ব রয়েছে। এজন্য আমি বলেছি, সবাইকে ১০০ দিনের জন্য আমি মাস্ক পরতে প্রতিজ্ঞাবদ্ধ হতে বলব। এটা শাস্তি দেওয়ার জন্য নয়। আর এটি কোনো রাজনৈতিক ইস্যু নয়। যখন টিকা চলে আসবে, এর বিতরণ চলবে, সেই সময় ১০০ দিন মাস্ক পরলে সবাই দেখবে মৃত্যুর সংখ্যা কমে গেছে।’

বাইডেন বলেন, ‘লাখ লাখ মানুষকে অসুস্থ না হতে দেখলে, আমার ধারণা সবাই বলবে, ঠিক আছে অন্যদের সুরক্ষার মাধ্যমে দেশপ্রেমের জায়গা থেকে দায়িত্ব হিসেবে এটা করা উচিত।’

উল্লেখ্য, করোনার সংক্রমণ ও সংক্রমণে মৃত্যুর তালিকায় এখনও পর্যন্ত শীর্ষে অবস্থান করছে আমেরিকা। দেশটিতে এক কোটি ৪০ লাখের বেশি মানুষ এই ভাইরাসে আক্রান্ত, মৃত্যু হয়েছে দুই লাখ ৭৬ হাজারের বেশি মানুষের।